RANDOM ORG – র‍্যান্ডম নাম্বার, স্ট্রিং, পাসওয়ার্ড বা লটারি বা রেজাল্টের জন্য সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত অনলাইন টুল!

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। আমি হটাৎ করে ভাবলাম বিভিন্ন কোম্পানির খোঁজ খবর অনেক নেয়া হয়েছে এখন আলাদা কোন টিউন করা যাক। মাথায় আসলো অনলাইনের এর দারুণ একটি টুল নিয়ে আলোচনা করা যাক, আজকে আলোচনা করব কিভাবে অনলাইনে বিভিন্ন কাজের জন্য অথবা লটারির জন্য র‍্যান্ডম রেজাল্ট বের করবেন।

আদিম কাল থেকে বর্তমান সব সময় লটারির প্রচলন ছিল সেটা রেসের ক্ষেত্রে হোক বা বিভিন্ন জুয়ার ক্ষেত্রে হোক। বিভিন্ন কোম্পানিগুলো তাদের বিশাল কমিউনিটি ধরে রাখার জন্য বিভিন্ন লটারির ব্যবস্থা করে থাকে। আর এই লটারি মানুষকে কোম্পানির প্রতি আকৃষ্ট করতে ও ব্যবহৃত হয়।

মাঝে মাঝে আমরা ফেসবুক বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও দেখি বিভিন্ন কোম্পানি বিভিন্ন লটারির আয়োজন করে। বর্তমানে আমাদের দেশের ই-কমার্সের সাইট গুলোও প্রতিনিয়তই করছে। যেমন ১৬ টাকার ফোন, ১০০০ টাকায় IPhoneX ইত্যাদি।

RANDOM.ORG কি?

আজকে আমি এমন একটি ওয়েব টুলের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি যেকোনো লটারির আয়োজন করে লটারির রেজাল্ট রেন্ডমাইজ করতে পারবেন একদম ফেয়ারভাবে যা আপনাকে র‍্যান্ডম রেজাল্ট পেতে সাহায্য করবে। এছাড়া আপনি র‌্যান্ডম বিভিন্ন সংখ্যার তৈরি করতে পারবেন, র‌্যান্ডম পাসওয়ার্ড বা বিভিন্ন র‌্যান্ডম স্ট্রিং সহ সর্বপরি র‌্যান্ডমাইজ করার সকল কিছু করতে পারবেন একদম সহজেই।

ওয়েবসাইটের নাম Random.org। এই ওয়েবসাইটটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠা হয়। ওয়েবসাইটটি দীর্ঘদিন বিশ্বাসের সাথে ব্যবহার হয়ে আসছে। তারা দাবী করে, তারা খুবই ফেয়ার সার্ভিস প্রোভাইট করে এবং এটি পিউর র‍্যান্ডম টুল।

এই টুলটি ব্যবহার করার জন্য আপনাকে আলাদা কোন সফটওয়্যার ডাউনলোড না ইন্সটল দিতে হবে না শুধু মাত্র ব্রাউজারের মাধ্যমেই ব্যবহার করতে পারবেন চমৎকার এই টুলটি।

RANDOM.ORG

অফিশিয়াল ওয়েবসাইট @ RANDOM.ORG

কিভাবে ব্যবহার করবেন:

যেহেতু RANDOM.ORG এর মাধ্যমে র‍্যান্ডম রেজাল্ট বের করা হয় তাই এর কিছু মজার মজার টুল ব্যবহার করে আজকে আপনাদের দেখাব।

ধাপ ১

চলুন প্রথমেই তাদের ওয়েবসাইটে RANDOM.ORG যাওয়া যাক। নিচের মতো একটি পেজ দেখতে পাচ্ছি। হোমপেজে উপরেই আমরা বিভিন্ন ট্যাব দেখতে পাচ্ছি যেমন, Games, Number, List, Drawing, web tools ইত্যাদি। আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন টুল আজকে ব্যবহার করে দেখাব।

ধাপ ২

প্রথমে আমরা যে র‍্যান্ডম টুলটি ব্যবহার করব তার নাম list Randomizer। এই টুলের কাজ হচ্ছে আমরা যেকোন লিস্ট দিলে সে অটোমেটিক এটাকে বিভিন্ন ভাবে সিরিয়াল করে দেবে। List & more ম্যানু থেকে list Randomizer এ ক্লিক করুন।

 

এবার আপনার প্রয়োজন মত যেকোন একটি লিস্ট করুন। আমি একটি লিস্ট করেছি, আগামি ১ ঘন্টায় কোন কাজটি কখন করব সেটার সিরিয়াল বের করতে। সিরিয়াল হয়ে গেলে randomize এ ক্লিক করুন।

এবার দেখুন এটি আপনাকে একটি র‍্যান্ডম সিরিয়াল করে দিয়েছে।

ধাপ ৩

এবার আমরা RANDOM.ORG এর আরেকটি টুল ব্যবহার করে দেখাব। এবারের টুলের নাম coin flipper। হোম থেকে Games>Coin Flipper এ ক্লিক করুন

কয়টি কয়েন ফ্লিপ করতে চান এবং কোন দেশের কয়েন ফ্লিপ করতে চান সেটা সিলেক্ট করে Flip coin  এ ক্লিক করুন।

দেখুন চারটি কয়েন ফ্লিপ হয়েছে।

ধাপ ৪

আপনি RANDOM.ORG  এর আরেকটি টুল ব্যবহার করতে পারেন। যেমন ডাইস রুল করতে পারেন।  Games>Dice Roller এ ক্লিক করুন

 

কয়টি ডাইস ঘুরাতে চান সেটি নির্ধারন করে ক্লিক করুন।

আমি তিনটি রুল করেছিলাম, রেজাল্ট দেখুন।

ধাপ ৫

আমরা RANDOM.ORG এর এখন যে টুলটি দেখাব সেটা হল Password Generator Tool। এর মাধ্যমে আপনি এক ক্লিকের মাধ্যমেই অনেক ধরনের পাসওয়ার্ড তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেখা নেয়া যাক। হোমে গিয়ে List & More> Password  এ ক্লিক করুন।

সিলেক্ট করুন কয়টি পাসওয়ার্ড বানাতে চান এবং কত ডিজিট করতে চান।

 

দেখুন তৈরি হয়ে গেছে আমার দেয়া ১০ টি পাসওয়ার্ড।

ধাপ ৬

RANDOM.ORG  এর আরেকটি দারুণ ফিচার হচ্ছে, Lottery Quick Pick। এখান থেকে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন লটারি Pick করতে পারবেন।  Games and Lotteries সেকশন থেকে Lottery Quick Pick এ ক্লিক করুন

Pick অপশন থেকে আপনার প্রয়োজন মত টিকেট সিলেক্ট করে নেবেন। আমি USA এর একটি লটারি সিলেক্ট করেছি।

ধাপ ৭

RANDOM.ORG  এর শেষ যে ফিচার টি দেখাব এটি হচ্ছে  Random Sequence Generator এখানে আপনি র‍্যান্ডম নাম্বার বানাতে পারবেন এবং সেখানে আপনার পছন্দ মত সিলেক্ট করে দিতে পারবেন Smallest Valu এবং Largest Value কি হবে। এটা করতে চলে যান Number সেকশনে এবং সিলেক্ট করুন Sequence Generator

আমি ১ থেকে ৫০ দিয়েছি দেখুন আমার র‍্যান্ডম নাম্বার রেডি

 

 

এখানে একই সাথে আছে String জেনেরেটরও

আমি পাঁচ সারির ১০০ টি নাম্বার সিলেক্ট করলাম

কেন RANDOM.ORG ব্যবহার করবেনঃ

চলুন RANDOM.ORG এর কিছু সুবিধা এবং এটি কেন ব্যবহার করবেন তা জেনে নেয়া যাক।

  • পুরাতন হওয়াতে এই টুল বিশ্বস্ত
  •  র‍্যান্ডম রেজাল্ট বের করার অনেকগুলো টুল আছে
  • কয়েন এবং ডিস দিয়েও লটারি করা যায়
  • আলাদা কোন সফটওয়্যার ছাড়াই শুধুমাত্র ব্রাউজারের মাধ্যমেই ব্যবহার  করা যায়

শেষ কথাঃ

এই ওয়েবসাইটটি একই সাথে অনেক পুরাতন এবং বিশ্বস্ত যা আপনাকে ফেয়ার একটা ফলাফল দেবে। এই টুলের দারুণ সুবিধা হল এখানে একাধিক চমৎকার টুল আছে যা বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য।

কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন এবং জানান আপনার কাছে কেমন লেগছে এই টুলটি।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস