সাতটি বেস্ট ইমেজ হোস্টিং সার্ভিস

এর আগে ফটো নিয়ে ফান ( ফটোফানিয়া ), ফেস ডিটেকশান টেকনোলজি, ইমেজ অর্গানাইজিং টুলস, অপটপিমাইজিং টুল নিয়ে টিউন করেছি। এই প্রথমবারের মত ইমেজ হোষ্টিং সার্ভিস নিয়ে টিউন করছি। যে সার্ভিস গুলো হাইলাইট করব তার অনেকগুলোই খুবই পপুলার এবং ইফেক্টিভ বটে। অনেকেরই হয়ত জানা আছে, তারপরেও করছি কারণ দেখা যাবে অনেকেরই জানা নেই। আসুন টিউনরা বন্ধুরা তাহলে দেখে নেয়া যাক ইমেজ হোষ্টিং সার্ভিসগুলো -

ফ্লিকার

flickr.jpg

বলার অপেক্ষা রাখেনা। যারা ফ্লিকার ইউজার তারা নিশ্চই জানেন যে ফ্লিকারই বেষ্ট স্টোরিং সার্ভিস। তাই প্রথমেই ফ্লিকারকে ফিচার করলাম। সবচাইতে ইফেক্টিভ ফটো ম্যানেজমেন্ট এবং শেয়ারিং এ্যাপ্লিকেশান। চাইলে সারা দুনিয়ার সামনে আপনার ফটোগ্রাফি কে তুলে ধরতে পারেন ফ্লিকারের মাধ্যমে, চাইলে প্রাইভেট ফটোকে আরেকটু প্রাইভেসিও দিতে পারবেন আরো পারবেন শেয়ার করতে।

পিকটিজার

pictiger.jpg

এটিও একটি ফ্রি ইমেজ হোস্টিং সার্ভিস। যে কেই চাইলে এ্যাকাউন্ট খুলে ইমেজ স্টোর করতে পারবেন। আর চাইলে আপনি আপনার ইমেজের থাম্বনেইলও বানিয়ে নিতে পারবেন এই ইমেজ থেকে। এইখানে আপলোড করা ইমেজ চাইলে আপনার সাইট, ব্লগ এবং ফোরামেও পাবলিশ করতে পারবেন।

ফটোবাকেট

photobucket.jpg

এটিও আগের দুটোর মতোই জনপ্রিয় একটি উমেজ হোস্টিং সার্ভিস এবং অবশ্যই ফ্রি। আনলিমিটেড স্টোরেজ এবং শেয়ারিং এর সুবিধা।

পিক্ট

pict.png

সহজেই আপলোড এবং ওয়ান ক্লিক শেয়ারিং সার্ভিস রয়েছে এখানে। এখানে ৩.৫ এমবি পর্যন্ত সাইজের ছবিকে আপলোড করা যায় এবং কম বেশি সব কমন ফরম্যাটকেই সাপোর্ট করে। আরো আছে অটোমেটিক ইমেজ রিসাইজিং এবং মাল্টিপল আপলোডিং।

ফ্রি ইমেজ হোস্টিং

free-image-hosting.jpg

ডেডিকেটেড লিনাক্স সার্ভারে রান করা একটি ফ্রি অনলাইন ইমেজ হোস্টিং সার্ভিস। এবং তাদের এই ডেডিকেটেড সার্ভারের ব্যান্ডউইথ সকল ভিজিটরদের জন্যে বিনামূল্যে শেয়ার করা হয়। কোন রেজিস্ট্রেশান রিকোয়ারমেন্ট নেই, তবে একটি ফ্রি এ্যাকাউন্টই আপনাকে আপলোডিং পাবলিশিং এবং শেয়ারিং এর মজা এনে দেবে।

Iimmgg

iimmgg.jpg

আরো একটি ফ্রি ইমেজ হোস্টিং এবং শেয়ারিং সার্ভিস। এখানে আপনি একটি বাড়তি অপশন পাবেন তা হল, আপনি যে ছবিগুলো পাবলিক রিভিল করবেন সেগুলো কারা কারা দেখল এবং কে কত রেটিং দিলো তা ও আপনি দেখতে পারবেন।

টাইনি পিক

tinypic.jpg

এটি ফ্রী ফটো এবং ভিডিও স্টোরিং এবং শেয়ারিং সার্ভিস। এখানে স্টোর করা ভিডিও এবং ফটো মাইস্পেস, ইবে, আপনার ব্লগ এবং যে কোন সাইটেও আপ করতে পারবেন।

ইমেজার

imgur1.jpg

খুবই সিম্পল একটি প্ল্যাটফর্ম ...... বিস্তারিত লিখব না। যতদূর মনে পরে আমারাই কোন একটা টিউনে একে আগে ফিচার করে ফেলেছি।

আশা করি সার্ভিসগুলো আপনাদের কাজে আসবে ....................

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 33 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ আপনার টিউন এর জন্য। ফ্লিকার ছাড়া অন্য গুলোর কথা জানা ছিল না। এই গুলোর মধ্যে সবচেয়ে ভালো কোন টা এবং কেন ? বলবেন কি?

Level New

টিনটিন ভাই এটাকি (অপটপিমাইজিং টুল নিয়ে টুল করেছি ) নাকি টুল নিয়ে টিউন করেছি ………………..
আবারো জটিল টিউন করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ

অনেক ধন্যবাদ…

Level 0

http://www.imageshake.com O besh Valo lage amar kase… TINTIN vaike DHONNOBAD ei TUNE tar jonno…

Level 0

ধন্যবাদ…….