এবার পিসি দিয়ে কানেক্টেড হওয়া WIFI এর পাসওয়ার্ড দেখুন কোন সফটওয়্যার বা ব্রাউজার ছাড়াই।

আসসালামু আলাইকুম।

টেকটিউনস এ এটা আমার প্রথম টিউন আশা করি এপ্রোভ করবে। কারন এটা  একান্তই নিজের লেখা। আপনাদের শিখাবো কিভাবে  পিসি দিয়ে কানেক্টেড হওয়া WIFI এর পাসওয়ার্ড দেখুন কোন সফটওয়্যার বা ব্রাউজার ছাড়াই।

তো চলুন শুরু করি।

  • প্রথমে Control Panel এ যান।
  • তারপর Network and Internet এ ক্লিক করুন।
  • তারপর নিচের চিত্রের মত Network and Sharing Center এ ক্লিক করুন।

  • তারপর যে WIFI টা কানেক্টেড আছে তার নামের উপর ক্লিক করুন।

  • তারপর Wirless Properties এ ক্লিক করুন।

  • তারপর Security তে ক্লিক করুন।
  • সব শেষে Show characters ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ এখন আপনি  Network Security Key বক্সে আপনার পাসওয়ার্ড দেখতে পারবেন। অনেক কষ্ট করে আপনাদের শিখানোর জন্য লিখলাম আশা করি বুঝতে পারবেন। না বুঝলে টিউমেন্ট করেন আমি বুঝিয়ে দিবো বা টিউনটি কেমন লাগলো তা অবশ্যই টিউমেন্ট করে জানান। তাহলে পরবর্তী ভুল গুলো সংশোধন করার চেষ্টা করবো। আর যদি কোন ভুল হয়ে থাকে ছোট ভাই  হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

Level 0

আমি মোঃ মামুনুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am Mamun from Jhenaidah.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস