wifi কে আরও দ্রুতগতি করে তোলার টিপস

সুপ্রিয় টেকটিউটার কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের জন্য একটি ট্রিক নিয়ে হাজির হয়েছি। আমার আজকের টিউন হচ্ছে, কিভাবে wifi এর গতি বৃদ্ধি করতে পারবেন। তাহলে চলুন নিচের থেকে টিউনটি দেখে নেই।

রাউটারের অবস্থান: এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন, ওয়াই-ফাই তরঙ্গ যে বস্তুতেই এসে পড়ুক না কেন তার কিছু অংশ শোষিত হয়। তাই বাধা নূন্যতম থাকে এমন স্থানে রাখতে হবে রাউটারটাকে। এমন একটা কক্ষের বিশেষ এক স্থানে রাখতে হবে যেখান থেকে বাড়ির অন্যান্য স্থানে সহজে যাওয়া-আসা করা যায়। তাহলে বাড়ির সবখানে সহজে পৌঁছে যাবে তরঙ্গ। এতে গতি ধীর হবে না।

রাউটার নিচে রাখবেন না : ঘরের মেঝেতে ওয়াই-ফাই রাউটার রাখবেন না। এই যন্ত্রগুলো এমনভাবে বানানো হয় যেন তা তরঙ্গ একটু নিচের দিকে ছড়িয়ে দেয়। কাজেই মেঝেতে থাকা রাউটার থেকে তরঙ্গে ওপরের দিকে খুব বেশি ছড়াবে না। ফলে আপনার যন্ত্রগুলো ধীরগতির ইন্টারনেট পাবে। তাই একে একটু উঁচু স্থানে রাখুন।

বন্ধ স্থানে রাউটার রাখবেন না : দামি রাউটারটাকে ধুলো-বালি, পানি বা ভাঙার হাত থেকে রক্ষা করতে হয়তো আলমিরা বা কোথাও লুকিয়ে রাখবেন। এ কাজটা করলেও রেডিও তরঙ্গ পাবেন না। ইন্টারনেটের গতি ধীর হয়ে যাবে। বন্ধ দরজা বা দেয়াল ভেদ করে সহজে বেরিয়ে যেতে পারে না তরঙ্গ। তাই আপনি তার পূর্ণ গতিও পাবেন না। তাই খোলামেলা স্থানে রাখতে হবে রাউটার, যেন তরঙ্গ বাqধাহীনভাবে ছড়িয়ে পড়তে পারে।

অ্যান্টেনা: যদি আপনার রাউটারে দুটো অ্যান্টেনা থাকে তবে একটাকে লম্বভাবে রাখবেন। অন্যটাকে মাটি বরাবর সমান্তরাল করে রাখবেন। এতে করে তরঙ্গ দারুণভাবে ছড়িয়ে পড়বে।

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ঘুরে আসতে পারেন- blog71.com

Level 1

আমি প্রত্যয় বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস