যে ৫ টি কারণে আপনার উইন্ডোজ ফোন ব্যবহার করা উচিৎ

আসসালামু-আলাইকুম।

উইন্ডোজ ফোন, নামটা অনেক আগে থেকেই পরিচিত হলেও আন্ড্রয়েড এর কাছে এর জনপ্রিয়তা কিছু না। তবে উইন্ডোজ ফোন ব্যবহারকারীর সংখ্যাও কম না। তাই আপনাকে উইন্ডোজ ফোনের প্রতি আসক্ত করতেই আমার এই টিউন।

১. নোকিয়া এর হার্ডওয়্যারঃ

নকিয়ার হার্ডওয়্যার নিয়ে বদনাম করবে এমন সাহসী মানুষ কম। আর সেই নোকিয়া থেকেই আসছে সব উইন্ডোজ ফোন। যদিও নতুন ৫৩৫ মাইক্রোসফট ব্র্যান্ডিং এর প্রথম ফোন, সাথে আপকামিং ৬৪০ ও মাইক্রোসফট এর নিজস্ব। তবে বেশির ভাগ উইন্ডোজ ফোনই নোকিয়ার যার বিল্ড কুয়ালিটি নোকিয়া ১১০০ এর মত না হলেও তার থেকে কম না। তাই এ নিয়ে আলোচনা করার আর কোন মানে হয় না। সাথে নোকিয়ার ক্যামেরা নিয়েও কিছু বলার মানে হয় না। ১০২০, ১৫২০, ৯৩০ এর মত হাইএন্ড মোবাইল গুলোর ক্যামেরা থেকে আপনারা অনেক কিছু আশা করতে পারেন। এমন কি একটু কম দামি ৫২০ থেকেও আপনারা খারাপ আশা করতে পারেন না।

২. Cortana:

মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮.১ এর সাথে বিল্ট ইন এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটি আইএস অথবা গুগল নাও কে পিছনে ফেলে দিয়েছে অনায়েশে। আপনার যেকোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই অ্যাপটি হতে পারে আপনার কিছু সময়ের অংশীদার। আর কেও যদি এক্স-বক্স এর হ্যালো গেমটি খেলে থাকেন তবে করটানা ক্যামন হতে পারে তা নিয়ে আর কোন সন্দেহ থাকবে না। আপনাদের সুবিধারতে নীচে ইউটিউবএ করটানা নিয়ে একটি ভিডিও লিঙ্ক দেয়া হল।

৩. লাইভ টাইলসঃ

সবাই এ সম্পর্কে জানে। উইন্ডোজ ফোন এর হোম স্ক্রীনটি একটু অন্য রকম, বিভিন্ন অ্যাপ থেকে আগত তথ্য দিয়ে পরিপূর্ণ এটি।

৪. কম্পিউটারের সাথে সামঞ্জস্যঃ

আশা করি আপনাদের ভেতরে ৯৮% উইন্ডোজ ব্যবহার করেন। এদিক থেকে উইন্ডোজ ফোন আপনাকে দেবে কিছু সুবিধা। আপনার কম্পিউটার অথবা মোবাইল এর থাকা ফটো গুলো অটো সিঙ্ক এর মাধ্যমে আপনি অন্য ডিভাইস এও তা দেখতে পারবেন। কোন ওয়ার্ড ডকুমেন্ট ফাইল কম্পিউটারএ অর্ধেক লিখে বাকিটা মোবাইল দিয়ে শেষ করতে পারবেন।

৫. উইন্ডোজ ১০

উইন্ডোজ ১০ এর ফোন গুলো হবে আরও ফ্রেন্ডলি। হোম স্ক্রীন থেকেই কোন অ্যাপ এ না ঢুকে সামান্য কাজ সম্পন্ন করা। নোটিফিকেশন প্যানেল থেকে যেকোনো মেসেজ এর রিপ্লাই দেয়া। এছারাও সেটিংস এর ইন্টারফেস এ পাবেন নতুন ভিউ। সব উইন্ডোজ ফোনই ফ্রী উইন্ডোজ ১০ এ আপগ্রেড করা যাবে।

যুক্ত হন আমাদের জানালা ফোন গ্রুপে


ভুল হলে ক্ষমা করবেন। পারলে উইন্ডোজ ফোন ব্যবহার করুন।

Level 0

আমি নাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যাই বলেন ভাই, Android is BEST
আমি আপনাকে ৫০ টির ও বেশি কারন(সুবিধা) দেখাতে পারবো, Windows Phone থেকে Android OS এর দিকে ধাবিত হওয়ার। এগুলোর মধ্যে কিছু হয়তো আপনার অজানা।

style ar performance er dik dia lumia best,jara ekto vinnota can,winds use kore dekhte paren

চল্‌ চল্‌ চল্‌ …সবাই windows phone কিনতে চল্‌…

যাই বলেন ভাই 🙂 Android is BEST

আমি উইন্ডোজ ফোন ইউস করিনি,, তবে আইওএস করেছি & এন্ড্রয়েড এখনো করছি আমি এন্ড্রয়েড এর মত সুযোগ সুবিধা + মজা আইফোনে ও পাইনি।

নো উইন্ডোজ,, নো আইওএস,, এন্ড্রয়েড ইজ দ্যা বস….

    @মানজুর রশীদ: কম্পিউটারেও মনে হয় আপনি এন্ড্রয়েড ইউস করেন?

      @নাফিউল ইসলাম: মূের্খর মত Question করেন কেনো।এন্ড্রেয়ড কি কম্পিউটারের জন্য বানানো হয়েছে?,যে কম্পিউটারে চালাবে।।

        @নাইমুল ইসলাম শুভ: জি ভাই, এ জন্যই বললাম। কম্পিউটার এ উইন্ডোজ ইউস করে মোবাইলএ একবার ও উইন্ডোজ ইউস না করেই খারাপ বলে কমেন্ট করার কোন মানে হয় না। আর সামঞ্জস্য নিয়ে একটা কথা আগে থেকেই বলেছি পিসি আর মোবাইল এর অপারেটিং সিস্টেম একই থাকলে অনেক সুবিধা পাওয়া যায়।
        যাই হোক, যার যা পছন্দ, এই নিয়ে ঝগড়া করার মানে নাই।

ওপেন সোর্স ওএস ইউজ করার মজাই আলাদ। এন্ডু ইজ দ্য বেস্ট।

Level 2

Endroid is best joto besi use korben Toto besi slow hote thakbe tai to eti best.

    @saeedrony: অবশেষে একটা মজার টিউমেন্ট পেলাম, আসলেই একটা মোবাইল যদি ১ জিবি র‍্যাম দিয়েও ঠিক মত না চলে তাইলে কি বলার।

Android is the best

@নীলোৎপল বেদী: ভাই, একটু কষ্টকরে গুগল মামাকে জিজ্ঞেস কইরেন। আশাকরি আপনি সঠিক তথ্য পেয়ে যাবেন।

@নাফিউল ইসলাম: আপনি যদি ভালো ভাবে চালাতেই না পারেন তাহলে তো স্লো হবেই।।সারাদিন রম ক্লিনার ইউস করলে,আজাইরা এপ ইন্সটল দিলে।।ফোন ফাস্ট হওয়া ইম্পসিবল।।অন্যদিকে windows এর এইসব এপ মেবি নাই(কারও আগ্রহ নাই এগুলা বানায়া টাইম লস করার)।।আর থাকলেও কেউ ইউস করে না।এজন্যই Windows এত্ত ফাস্ট।।

    @নাইমুল ইসলাম শুভ: জি ভাই, উইন্ডোজ এর ঐসব অ্যাপ নাই, আইওস এ আছে? আজকে যদি আপনি একটা আই-ফোন পান তখন তো মানুষরে চিনবেনই না (যদিও আমি আপনার সম্পর্কে কিছু জানি না, বাট সবাই সাধারণত এটাই করে)। আমার কথা হল পিসি টা উইন্ডোজ এ চালায়ে উইন্ডোজ মোবাইল টাকে দূরে ফেলে দেবেন, এটা ক্যামন হয়?
    দুই নৌকায় পা দিয়েন না, ডুবে মরবেন।

Level 2

Endroid is best joto besi mobile er charge dhore rakte chaben toto besi apps install diben ar Totoi besi slow hote thakbe tai to eti best.

কোনটা কিনবো?