সবচেয়ে কম দামে উইন্ডোজ ফোন; মাইক্রোসফট লুমিয়া ৪৩৫ মাত্র ৭৯৯৯ টাকায় তাও ১ জিবি র‍্যাম এর সাথে

আসসালামু- আলাইকুম।

পরীক্ষা চলছিলো তাই অনেক দিন টিউন করি না। আসলে দুই দিন হলেও অনেক দিন বলে মনে হয়। যাই হোক আজকে একটা মোবাইল নিয়ে টিউন। সবার হয়তো বাজেট অনেক থাকে না, আবার অনেকেই তার দামি মোবাইল এর সাথে একটা কম দামি মোবাইল ইউস করতে চায়। তাদের জন্যই এই মোবাইলটি।

মোবাইলটিতে রয়েছে ৪ ইঞ্চির ৪৮০*৮০০ পিক্সেল এর মাল্টি টাচ ডিসপ্লে। উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেম এর সাথে আপনি পাবেন উইন্ডোজ ফোন ১০ এর আপডেট। প্রসেসর হিসেবে রয়েছে কুয়ালকম স্নাপড্রাগন ২০০ চিপসেট যা ১.২ গিগাহার্জ। সাথে ১ জিবি র‍্যাম ও ৮ জিবি রম। ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট ও পাচ্ছেন।

ক্যামেরা হসেবে রয়েছে ব্যাক এ ২ মেগাপিক্সেল ও ফ্রন্টএ ভিজিএ। ওয়াইফাই ও ৩জি তো আছেই।

ফটো গ্যালারীঃ

ভিডিও রিভিউঃ

Microsoft Lumia 435 Unboxing And First Impressions- PhoneDog

 উইন্ডোজ ফোন ইউজার অথবা কোন তথ্য জানার থাকলে যুক্ত হন আমাদের ফেসবুক গ্রপ জানালা ফোন এ।

ফেসবুকে আমি

Level 0

আমি নাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

windows Phone -Maanei “Na” bolun…

Level 2

নাফিউল ইসলাম@ ami apnake ei app tir kotha bolesilam https://www.techtunes.io/android/tune-id/346138.Apnar kase ki etar windows version ase?

mone hoy valoi

Level 0

ভাল পোস্ট… মনের মত দামে মোটামুটি ভাল ফোন।

    @parv3j: মোটামুটি বলার কারণ কি? এই দাম এ এমন একটা মোবাইল দেখান তো?

      Level 2

      @নাফিউল ইসলাম: aro ekti asse lumia 430 dual sim 3G only 6499tk in next month.

Level 2

@নাফিউল ইসলাম: apni ki oi linker app ti windows version peyesen?

উইন্ডোজ ফোনগুলি ভালোই লাগে… বিশেষত এদের স্পীড এবং স্মুথনেসের কারণে।