আর কখন ও হারাবে না আপনার সখের ফোনটি, শুধু একটু সাবধান থাকলেই হবে।

আশাকরি সকলেই খুব ভাল আছেন। অনেক দিন পর আজ আবার লিখতে বসলাম। ভাবতেছি যে লিখার অভ্যাস টা কে টিকিয়ে রাখতে এখন থেকে নিয়মিত লিখব।

আজ আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করতে চলেছি। ফোন হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মারাত্মক এক সমস্যা! সাধের ফোনটি হারিয়ে গেলে যে কেমন লাগে তা তারায় বুঝেচেন যাদের হারিয়েছে। তবে এই সমস্যা টি কিন্তু নতুন না! সমাধান অ আছে অনেক ব্যাট ৮0% ও কাজের না। কারন এখন কার চোরেরা অনেক ডিজিটাল! :p

আজকের টিউটোরিয়াল টি উইন্ডোজ ফোন এর জন্য। আসলে মাইক্রোসফট নিজেই এই সেবাটি প্রদান করছেন ফোন চুরি হওয়া প্রতিরোধ করতে।

এটি একটি ফ্রী সেবা, যার নাম হচ্ছে ; "Find My Phone". এটি একটি দারুন সেবা।

# সেবাটির মাদ্ধমে আপনি যে কনো স্থান থেকে একটি কম্পিউটার এর মাদ্ধমে আপনার ফোনটিকে খুঁজে পেতে পারেন।

#তাছাড়া অ আপনি আপনার ফোনটিকে লক করতে পারবেন, রিং করতে পারবেন এবং সকল ডাটা মুসে ফেলতে পারবেন।

আপনাকে শুধু মাত্র হালকা একটু কাজ করতে হবে। যদি আপনার উইন্ডোজ ফোন টি কাছে থাকে ত এখুনি হাতে নিন। "SETTINGS" এ যান

এর পর "FIND MY PHONE" Option টি তে Tap করুন! এবং চিত্রে দেখানো বক্স দুইটি তে MARK করুন। ব্যাস আপনার কাজ শেষ!

অ হাঁ, অধিক নিরাপত্তার জন্য আপনার ফোন এ অবশই সুরক্ষা কোড চালু রাখবেন।

এইবার চলুন দেখে নেয় যে আপনার ফোনটির বর্তমান অবস্থান পিসি থেকে কেমন করে বের করবেন?

১. পিসি তে একটি ব্রাউজার ওপেন করে Windowsphone.Com এ LogIn করুন। [একই মাইক্রোসফট ID দিয়ে লগইন করতে হবে যা আপনি আপনার উইন্ডোজ ফোন এ ব্যবহার করেছেন!]

২. লগইন করা হয়ে গেলে চিত্রের মত মেনু থেকে 'Find My Phone' এ ক্লিক করুন।

৩. এখানে আপনি আপনার ফোন মডেল এবং IMEI দেখতে পাবেন। তাছাড়া আপনার ফোন এর অবস্থান অ জানতে পারবেন। যদি নতুন অবস্থান না দেখতে পান তবে, আবার 'Find My Phone' এ ক্লিক করুন। আপনি আপনার ফোন এর নতুন লোকেশান ম্যাপ এ দেখতে পাবেন।

তারপর আর কি? চোরের বাড়ি গিয়ে ফোনটি নিয়ে আসুন 🙂

কি গুরুত্বপূর্ণ কথাঃ

১. সেবা টি পেতে আপনাকে কেবল মাত্র আপনার ফোন থেকে 'Find My Phone' অপশন থেকে দুইটি বক্স চেক করা থাকলেই চলবে।

২. Erase Data অপশন টির মাদ্ধমে আপনি আপনার ফোন এর সকল ডাটা মুসে ফেলতে পারবেন। তবে অবশই ফোনটি চার্জ এ লাগান থাকতে হবে।

৩. আপনার ফোনটি যখন চার্জ এ লাগান হবে, তখন স্বয়ংক্রিয় ভাবে GPS চালু হয়ে বর্তমান অবস্থান খুঁজে পেতে সাহায্য করবে। ফোন আ আগে থেকে GPS অ্যাক্টিভ থাকতে হবে না। ইন্টারনেট কানেকশান ও চালু থাকার প্রয়োজন পরবে না! শুধু মাত্র চার্জ এ লাগালেই চোর ধরা খাবে।

৪. ফোন টি যদি আপনি এখন খুঁজে না ও পান, তবে ফোন টি যখন খুঁজে পাওয়া যাবে তখন আপনাকে মেইল করা হবে।

৫. একটি বিষয় লক্ষ্য করে দেখুন যে উইন্ডোজফোন ডট কম এর সাইট এ কিন্তু আপনার ফোন এর IMEI ও আছে! তাই ফোন ফ্ল্যাশ করে ফেললেও ফোন খুঁজে পাওয়া যাবে।

৬. সর্বশেষে এইটাই বলব যে আপনার ফোন টি কে যত্নে ও নিরাপদে রাখার চেষ্টা করুন। ভাগ্য দোষে যদি হারিয়ে ও যাই তবে ধরজো ধারন করে উপরের পদ্ধতিতে খুঁজে পাবার চেষ্টা করুন। ফোন আপনি পাবেন ই! আজ হোক আর কাল!

 

ত এই ছিলো আমার আজকের আয়োজন! আশাকরি ভাল লাগবে, এবং আপনারা উপকৃত হতে পারবেন! ত বন্ধুরা আজ আর না. আবার দেখা হবে নতুন কিছু নিয়ে.

Level 6

আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

android mobile er jonno ekta tune koren

Level 2

Thanks for ur tune.Windows phoner aro besi besi tips ar app chai apnar kas theke.

ধন্যবাদ , আরও বেশি টিউন করুন, আমরা আছি আপনার সাথে।

ধন্যবাদ

android er jonno google e ase. but prob holo set reset dile & net off thakle apnar all system zero

অ্যানড্রয়েডের মতো free” anti theft alarm ” থাকলে বলবেন ।