উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক-৩ এর সমস্যা ও সমাধান

উইন্ডোজ ৮ এর উত্থানের এই সময়ে জানি এক্সপি নিয়ে আলোচনা অনেক ব্যাকডেটেড, তারপরেও অনেকের কাজে লাগতে পারে এই ভেবে এই লেখাটা লিখলাম। উইন্ডোজ ৮ ইন্সটল করেছিলাম। তবে কেন যেন ভাল লাগেনি। অবাক করা ব্যাপার হল, উইন্ডোজ ৮ ইন্সটল করবার পর, আমার ল্যাপটপে প্রথম ভাইরাস আক্রমণ হল। ব্যাপারটা অবশ্য কাকতালীয় হতে পারে। যাহোক, মোদ্দা কথা, বেরিয়ে এসেছি ৮ থেকে - নানা ঝামেলায় পড়ে অবশেষে পুনরায় এক্সপি ইন্সটল করতে সফল হলাম।

এক্সপি তে অফিস ২০১০ বা অন্যান্য প্রোগ্রাম (যেমনঃ এভিরা ২০১৩ ইন্টারনেট সিকিউরিটি) চালাতে সার্ভিস প্যাক-৩ এর প্রয়োজন হয়। প্রথমে মনে করেছিলাম - সার্ভিস প্যাকই তো, এ আর এমন কি। কিন্তু এই সার্ভিস প্যাক-৩ই আমার কাল হল। প্রায় ৩ দিন লেগেছে সার্ভিস প্যাক-৩ ইন্সটল করতে। মাইক্রোসফট, ডাউনলোড ডট কম, সফটপেডিয়া ইত্যাদি প্রসিদ্ধ ওয়েবসাইট থেকে সার্ভিস প্যাক-৩ ইন্সটলেশন ফাইল ডাউনলোড করে চেষ্টা করলাম, কাজ হয় না। বুট লুপ এ পড়ে যাই, ফাইল মিসিং দেখায়, উইন্ডোজ রি-ইন্সটলেশনের জন্য ঠিকমত বুটস্ক্রিন আসে না - ঘাম ছুটে যাবার মত অবস্থা।

অবশেষে এই ওয়েবসাইট থেকে টিপস ও সঠিক সার্ভিস প্যাক-৩ ইন্সটলেশন ফাইল পেলাম। এবার সংক্ষেপে উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক-৩ ইন্সটলেশন পদ্ধতিটি বলছি।

- প্রথমে এই লিঙ্ক থেকে অরিজিনাল সার্ভিস প্যাক-৩ ইন্সটলেশন ফাইল ডাউনলোড করে নিন।

- পিসি/ল্যাপটপ রিস্টার্ট করুন।

- সেফ মোডে প্রবেশ করুন। বায়োস/বুট-আপ স্ক্রিন দেখার সময় ক্রমাগত F8 বাটন চাপুন। বুট মেনু আসবে - সেখান থেকে Safe Mode সিলেক্ট করে উইন্ডোজ এ প্রবেশ করুন।

- এডমিনিস্ট্রেটর হিসেবে লগ-ইন করুন।

- এবার ডাউনলোড করা সার্ভিস প্যাক-৩ ইন্সটলেশন ফাইলটি চালু করুন।

- শেষ হলে রিস্টার্ট করে নিন।

আপনি এখন অনায়াসে সার্ভিস প্যাক -৩ দিয়ে কাজ করতে পারবেন। আশা করি এই টিপসটা কারও দুঃসময়ে কাজে লাগবে। ধন্যবাদ।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1054 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্য ……………আমিও উইন্ডোজ ৮ দিয়েছিলাম ভালো লাগেনি………………… আবার উইন্ডোজ ৭ দিয়েছি । উইন্ডোজ এক্সপি নামিয়েছি ।

Level New

I have come to 7 from 8.

Level 0

I have come from xp to 7 then 8. ৮কে কিছু কাস্টমাইজ করে নিলেই সুন্দর ভাবে ই তা use করা যায়। আসলে কিছু কিছু কাজ xp তে করা যাচ্ছে না। কিছু software ও কাজ করছে না। তাই ৮ ব্যবহার করতে হয়। আর ৭ এর চেয়ে সবদিক থেকে ৮ ই সেরা।

Level 0

আমি এখনো ৭ এই আছি,তবুোও শেয়ার করার জন্য ধন্যবাদ

Level 0

ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করার জন্য। কিন্তু Windows-8 এর কোন তুলনা হয় না। আমি Windows-8 ব্যবহার করি। এখনো কোন সমস্যার মুখোমুখি হইনি।

Windows 7 ultimate 64bit is alltime best you know 😉

thanks for ur tips