উইন্ডোজ ফোন 7 & 8 সম্পর্কিত (get on windows)

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন।

উইন্ডোজ ফোন ৮ একটি অসাধারণ fast and smooth operating system. স্টোর থেকে যেকোন অ্যাপ try করতে পারবেন। ইউজার ইন্টারফেস সম্পর্কে জানতে চাইলে youtube এবং nokia showroom এ গিয়ে দেখতে পারেন।

আপনারা যারা উইন্ডোজ ফোন ইউজ করেন বা উইন্ডোজ ফোন সম্পর্কে জানেন, তারা অনুগ্রহ পূর্বক রিভিউ দিন। এতে যারা ইউজার তাদের এবং যারা নতুন ফোন কিনতে চাচ্ছেন সবার অনেক উপকার হবে। আমি একটা community আশা করছি। কষ্ট করে টিউন টি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।

Level 0

আমি riasadrion। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি লুমিয়া ৬২০ ব্যাবহার করি। উইন্ডোজ ফোন সত্যিই অনেক ফাস্ট অ্যান্ড ফ্লুয়িড। কিন্তু সমস্যা হল অ্যাপস অ্যান্ড গেমস এর সংখ্যা কম, যদিও পরিস্থিতি পালটাচ্ছে অনেক তাড়াতাড়ি। ডোন্ট গো ফর উইন্ডোজ ফোন ৭। উইন্ডোজ ফোন ৮ Android এর মতো স্ল না। closed OS/ Ecosystem তাই malware, virus এর সমস্যা নেই। তবে অনেক ঝামেলাও আছে। কন ফাইল ম্যানেজার নেই, .mkv ফাইল চালান যায়না ইটিসি। তবে ভবিষ্যতে আপডেট এনে এগুলো ঠিক করা হবে আসা করা যায়। কারন all Windows Phone 8 can be upgraded to Windows Phone 9 when it will be available… thanks

Level 0

আমি লুমিয়া 520 ব্যবহার করছি…ফাষ্ট এবং ইন্টারফেস অনেক সুন্দর..আমার কাছে 4 inc এর বেশী বড় ডিসপ্লে ব্যবহার করতে সাচ্ছন্দ্য লাগে না তাই এর ডিজাইনটাও বেশ পছন্দ হয়েছে আমার..তবে APPS এর দিক থেকে এখনও আনেক পিছিয়ে আছে । বেশীরভাগ APPS টাকা দিয়ে কিনতে হয়…আর Internal এখনও অনেক গ্যাপ আছে…তবে ভবিষ্যতে আপডেটে এসব ই সমাধান হবে …আশা রাখি…

আমি লুমিয়া ৭১০ ব্যবহার করছি। সব কিছুই ভালো লাগে, খালি Apps আর ফাইল ম্যানেজার বাদে।

আমি এন্ড্রয়েড এবং উই্ন্ডোজ ফোন দুটোই ব্যবহার করেছি। তবে পারফরমেন্স এবং কোয়ালিটির দিক থেকে উইন্ডোজ ফোন আমার কাছে বেষ্ট মনে হয়েছে। আর এ্যাপস এবং গেমের জন্য (সব ফ্রি!!) কয়েকটি এড্রেস দিচ্ছি।

http://www.windowsphone.com/en-us/store/top-free-apps
http://www.windowsphone.com/en-us/store/top-free-games

আর ১,৪৩,৩১৪ টি এ্যাপস এবং গেমস নিয়ে ফ্রি একটি সাইট
http://www.windowsphoneapplist.com/en/downloadRank/free/

আমি লুমিয়া ৭২০ ব্যবহার করছি, খুব ফাস্ট , ইউজার ইন্টারফেস টাও বেশ ভাল এবং টাচ স্ক্রীন নিয়ে বেশি কিছু বলব না। খুব ভাল । যদিও এপ্পস কম তবে আসা করি আস্তে আস্তে এর সংখ্যা বাড়বে। ৫১২এম বি RAM যদিও কম কিন্তু টা সত্তেও ফোন আনেক ফাস্ট। ১০৮০প MP4 ভিডিও ভালভাবে প্লে করতে পারে।

Level 0

আমি লুমিয়া 920 ব্যাবহার করেছি। 720p ips display এর মধহে সেরা। কিন্তু দুখহের বিষয় mp4 r wmv ছাড়া আর কোন ভিডিও ফরম্যাট সাপোর্ট করে না। অনেক ভারি সেট, মনে হয় ইট এর টুকরা। জারা সেমসাং থেকে আসবেন খুবি শকড হবেন। অ্যাপস অনেক কম। আর ios or android এর মত পাইরেটেড গেমস ইন্সটল করতে পারবেন না। কোন ফাইল ম্যানেজার নাই। ফিচার এর দিক থেকে এন্দ্রএড ত দুরের কথা আইওএস এর ধারা কাছেও নাই। তবু জা ভাল লেগেছিল তা হল, সিম্পল ওস । কোন জটিলতা নাই। ভাইরাস এর ভয় নাই। সাউন্ড কোআলিটি অসাধারন। ব্যাটারি ব্যাকআপ বেশ ভাল। অ হা, ইন্টারনেট ব্যাবহার করলে সেট এর পিছনে খুব গরম হ্য়ে জেত।

Level 0

আমি Nokia 710 চালাচ্ছি। কেনার পরের দিন ই jailbreak করে নিয়েছি । এখন আমি crack , free app install করতে
পারসি । আমার কাছে file browserআআছে । use করে মজা পাচ্ছি । jailbreak করলে অন্য opereting system থেকে পিছিয়ে নেই ।

    @aaglee:
    @aaglee ভাই আমিও লুমিয়া ৭১০ ব্যবহার করছি কিন্তু জেইলব্রেক করতে পারছি না। প্লিস ভাই আমাকে সাহায্য করেন. আমার Email: [email protected], fb: /surid91

Aaglee vai jailbreake kore kivabe.aktu bolben?amar lumia 520

    Level 0

    @biplob.haque: amar janamote
    kono windows 8 phone jailbreak kora jay na. at least ami jokhon use
    korsilam tokhon to noy e. ami windows 7 r 7.5 e .xap format er file
    install korte partam. kintu 8 pe pari nai. onek gutaisilam eta nie.
    even xdadevelopers website eo ghataghati korsilam. shobai na kore
    dise.

Level 0

সবদিকে শুধু শুনি Android সুনাম, আমি নিজেই প্রায় ৩ বছর যাবত ব্যাবহার করছি,কিছুদিন আগে আমি আমার ফোনটা কিছুদিনের জন্য change করি ওরটা নোকিয়া লুমিয়া ছিল আমি ব্যাবহার করে দেখেছি বেস ভালো এবং আমার Android ফোন থেকে ওর মোবাইল এর কনফিগারেসন কম ছিল কিন্তু আমার মনে হল ওর ফোনটা অনেক ফাস্ট।

    Level 0

    @James: samsung galaxy s4 i9500 ta use kore dekhen.
    ami nijeo s3 er performance e satisfied chilam na. but eta douray.

@aaglee ভাই আমিও লুমিয়া ৭১০ ব্যবহার করছি কিন্তু জেইলব্রেক করতে পারছি না। প্লিস ভাই আমাকে সাহায্য করেন. আমার Email: [email protected], fb: /surid91

Level 0

r

@aaglee:
@aaglee ভাই আমিও লুমিয়া ৭১০ ব্যবহার করছি কিন্তু জেইলব্রেক করতে পারছি না। প্লিস ভাই আমাকে সাহায্য করেন. আমার Email: [email protected], fb: /limuzzol

Level 0

@aaglee ভাই আমিও লুমিয়া ৭১০ ব্যবহার করছি কিন্তু জেইলব্রেক করতে পারছি না। প্লিস ভাই আমাকে সাহায্য করেন. আমার Email: [email protected]