পেনড্রাইভ বুটেবল করুন এবার মুহূর্তের মধ্যে, আর আপনার পিসিতে উইন্ডোজ দিন রকেট গতিতে উইন্ডোজের সকল ভার্সনের জন্য প্রযোজ্য

টিউন বিভাগ উইন্ডোস
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই। আশা করি ভিন্ন ভিন্ন প্রযুক্তির মধ্যে থাকতে থাকতে দারুন কিচু টেক অনুভতি নিয়ে আছেন। আমি বরাবরের মতোই আছি, আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সবার প্রয়োজনীয় এক টপিকস নিয়ে। হয়তো ম্যাক্সিমাম জানেন, তবে অনেকে যে জানেন না তাও ঠিক। একদিন এক বিকালে এক বন্ধু কম্পিউটার সাইন্সের সাথে কথা হচ্ছিলো।

কথা প্রসঙ্গে জানালো সে পেন্ড্রাইভ বুট করে কিভাবে উইন্ডোজ দিতে হয় সে জানে না। আমি তো অবাক! বলে কি? কম্পিউটার সাইন্সের স্টুডেন্ট যদি এই কথা বলে বাকিদের তো উইন্ডোজের নামই শোনার কথা না। যাইহোক ওকে কথা দিছিলাম, আমি টেকটিউনসে একটি টিউটোরিয়াল দিবো, এই পেন্ড্রাইভ বুট করা নিয়ে স্ক্রিনশট সহ।

আমি জানি আপনারা এই বিষয়ে এক্সপার্ট। তারপরও কিছু টিউডার আছেন যারা এই নিয়ে জানতে আগ্রহী। এজন্য সবার কথা বিবেচনা করেই আজকের টিউটোরিয়াল মুলক টিউন নিয়ে বসা।

তাছাড়া দেখবেন অনেকে বাজার থেকে উইন্ডোজের সিডি কিনতে কিনতে ফকির হওয়ার অবস্থা। আমিও এক সময় করতাম। কারন উইন্ডোজের সিডি আমি ৩/৪ মাস পরে কখনও কাজ করতে দেখে নি। তাদেরও অনেক বেশি ঝামেলা মুক্ত করবে আজকের এই টিউন। যখনি আপনার পিসিতে উইন্ডোজ দেওয়া দরকার তখনি বুটেবল করে নিবেন আপনার পেনড্রাইভ, আর সাথে সাথে উইন্ডোজ সেট-আপ দিতে পারবেন আপনার পিসি। কি হবে তো!?

এই টিউনে থাকবে, আপনি কোন সফটওয়্যার দিয়ে খুব সহজে পেন্ড্রাইভ বুটেবল করবেন। তারপর কিভাবে বুটেবল করবেন। তাহলে আশাকরি।

কিভাবে আপনার পেনড্রাইভ বুটেবল করবেনঃ

১) প্রথমে আমরা বুটেবল করার জন্য একটি সফটওয়্যার আপনার পিসিতে ইন্সটল করা থাকা লাগবে। এই সফটওয়্যার দিয়েই আমরা সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যেই পেন্ড্রাইভ বুটেবল করে ফেলবো।

RMP  নামক এই সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে। (ড্রপবক্স)

২) এবার সফটওয়্যারটি ইন্সটল করুন। অন্যান্য সকল সফটওয়্যারের মতোই ইন্সটল প্রসেস। ইন্সটল সফলভাবে হয়ে গেলে এই মেসেজে Completed লেখা আসবে। (নিচের ছবি)

৩) এবার আপনার ডেস্কটপ থেকে বা যেখানে সফটওয়্যারটি ইন্সটল হয়েছে সেখান থেকে সফটওয়্যারটি রান করুন। (নিচের ছবি দেখুন)

৪) সফটওয়্যারটি ওপেন হলে নিচের ছবির মতো আসবে। এবার আপনার পেন্ড্রাইভ পিসিতে প্রবেশ করান। নিচের ছবির মতো হলুদ মার্ক করার জায়গাগুলা টিক চিহ্ন দিন। আর আপনার উইন্ডোজের ISO ফাইল Choose Copy  Folder থেকে সিলেক্ট করে দিন। (ISO ফাইল আপনি আপনার সিডি অথবা টরেন্ট সাইটে বা গুগল করলেও পাবেন। আপনি উইন্ডোজ ৭/৮ বা এর উপরের যেকোনো ভার্সনের ISO ফাইল নিলেই হবে)

৫) সিলেক্ট করলে নিচের মতো উইন্ডো থেকে আপনার উইন্ডোজের ফাইল লোকেশন ঠিক করে দিন। সম্পূর্ণ উইন্ডোজ ফোল্ডারটা সিলেক্ট করবেন। নিচের ছবি দেখুন।

এবার 6 Prepare Drive এ ক্লিক করুন।

৬) একটি উইন্ডো ওপেন হবে, ওকে দিন। আবার একটি উইন্ডো ওপেন হবে ওকে করুন।

৭) এবার দেখুন নিচের ছবির মতো আপনার পেন্ড্রাইভ বুটেবল হতে শুরু করেছে।

হয়তো খুব বেশি হলে ১০ মিনিট সময় লাগতে পারে সম্পূর্ণ ফাইল কপি হয়ে বুট হতে। কোন সমস্যা হওয়ার কথা না।

সতর্কতাঃ

  • আপনার পেন্ড্রাইভের জায়গা ৮/১৬ জিবি রাখবেন। কারন ISO ফাইল ৪ জিবি হলে স্পেস না পেতে পারে।
  • পেন্ড্রাইভ বের করে ফেলবেন, কপি শেষ না হওয়া পর্যন্ত।
  • ভালো স্পিডের পেন্ড্রাইভ হলে কপি হতেও সময় লাগবে না, উইন্ডোজ দিতেও পারবেন দ্রুত।
  • যারা বেশি পিসিতে উইন্ডোজ দেন (২/৩ মাসে একবার) তারা সব সময় একটা পেন্ড্রাইভ বুট করে রাখতে পারেন। তাহলে প্রয়োজনের সময় উইন্ডোজ দিতে সমস্যা হবে না।
  • আর বুটেবল শেস হলে আপনি সিডি থেকে যেভাবে উইন্ডোজ দিতেন সেভাবেই রিস্টার্ট দিয়ে উইন্ডোজ দিতে পারবেন। ভয় পাওয়ার কোন দরকার নাই।
  • বুটেবল ফাইল অনেক দিন পরে সমস্যা করলে, নতুন করে বুট করে নিবেন।
  • প্রি-একটিভেট আইএসও ফাইল বুট করার চেস্টা করবেন, তাহলে পরবর্তীতে Genuine করার ঝামেলা থাকবে না। 

ব্যস কমপ্লিট আপনার পেন্ড্রাইভ বুট করা। এবার বিনা খরচে আপনার পিসিতে উইন্ডোজ দিন ভেজাল ছাড়া। আর কিছু টাকা বাঁচলে ভাই – ভজ্ঞরে চা খাওয়াতে ভুইলেন না।


আমি নিজে প্রথমে খুব ঝামেলায় পড়তাম এই উইন্ডোজ দেওয়া নিয়ে। অনেক বার চেস্টা করতাম কিভাবে মুক্ত পাবো। কিন্তু আশা করি সেই অভিজ্ঞতা আর আপনাদের পোহাতে হবে না।

আপনাদের সবার সুন্দর ও সঠিক অনলাইন জীবন কামনাই, এখানে আজ ইতি টানছি।

ধন্যবাদ সবাইকে। 🙂

আরেকটা কথা আপনার পেন্ড্রাইভ বুট করতে কোন ধরনের সমস্যা হলে আমাকে জানাতে দ্বিধা করবেন না। আর যারা জানেন তাদেরকে বিরক্ত করার জন্য সরি।

ভবিষ্যতে কাজের সময় যেন টিউনটা হারিয়ে না যায়, এজন্য প্রিয়তে রাখতে পারেন, আর অন্যকে জানানোর জন্য শেয়ার করতে পারেন।

আবারও ধন্যবাদ।

আরও কিছু ফিচারড টিউনঃ

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই সুন্দর একটি টিউন, শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার টিউন গুলো এমনিতেই অসাধারন এবং সমসাময়িক প্রকাশনা গুলো দেখছি আরো ইউনিক। At last best of Luck!

আবার আন বুট করবো কিভাবে?সেটাপ এর পরে কি পেন্ড্রাইভ ইউজ করা যাবে না!!

Level 0

windows xp ki ey vabe bootable kora jabe.

    @mahfuz308: এক্সপি আমি করি নাই, তবে সেভেন সহ সব গুলা করছি। একটু করে দেখেন, আমি করি নাই বলে শিউর বলতে পারছি না। তবে হবে আশা করি।

    Level 2

    @mahfuz308: ভাই xp এই টা দিয়ে হবে ন। এখন xp2, xp3, win7, win8 এর সব iso পাওয়া যায় google এ। এবং বুট করার সফ্ট ও পাওয়া য়ায়।

কোন ISO ফাইল ডাউনলোড না করে, বুটেবল সিডি থেকে কিভাবে বুটেবল পেনড্রাইভ তৈরি করব?

    @Raihan Khan: ISO থেকে বুটেবল করতে হবে। 🙂

    @Raihan Khan: বুটেবল সিডি থেকে ফাইলগুলা iso maker বা magic iso দিয়ে .iso ফরম্যাটে কনভার্ট করে নেন। তারপর iso ফাইলটি পেন ড্রাইবে বুটেবল করে নিতে পারবেন।

windows 7 ultimate. iso file টির লিংক দেন plz…
Highly compressed হলে ভালো হয়।।।

    @Raihan Khan: @masum al islam: http://getintopc.com/softwares/operating-systems/ এখানে ম্যাক্সিমাম অপারেটিং সিস্টেমের ISO ফাইলের ডাউনলোড লিঙ্ক আছে। যদিও আমি এখান থেকে ব্যবহার করি না, ঢাকা টরেন্ট থেকে নিয়ে নেই। তবে আপনি ঐখান থেকে নিয়ে ব্যবহার করে দেখতে পারেন।

3bootloader option এ যে বাকি option গুলো আছে, ওগুলোর কাজ কি ?

ভাইয়া, আপনি তো iso ফাইলের কথা বললেন।কিন্তু সিডিতে তো কোনো iso ফাইল থাকে না।সেখানে কিছু ফোল্ডার এবং কিছু ফাইল থাকে।তাহলে সিডির ফাইলগুলো কিভাবে বুট করব?

    @মোঃ শামীম: আপনি সিডি থেকে যে ফাইল কপি করে পিসিতে নিবেন, ঐটা আবার RMP সফটওয়্যারের মাধ্যমে বুট করলেই হবে। সিডি বুট থাকলেও সমস্যা নাই। ঐটা কপি করে পিসিতে নিন, তারপর RPM সফটওয়্যারের মাধ্যমে পেনড্রাইভে বুট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। 🙂

    @মোঃ শামীম: বুটেবল সিডি থেকে ফাইলগুলা iso maker বা magic iso দিয়ে .iso ফরম্যাটে কনভার্ট করে নেন। তারপর iso ফাইলটি পেন ড্রাইবে বুটেবল করে নিতে পারবেন।
    ** (অথবা উপরের এনামুল ইসলাম ভাইয়ের কমেন্ট দেখুন)

RPM সফটওয়্যারের মাধ্যমে পেনড্রাইভ বুট কিভাবে করবো যদি বলতেন তবে ভালো হতো।।। RPM সফটওয়্যারের লিংক টি কি দেওয়া যাবে!! ধন্যবাদ।।।

TANX………

সকল Process Maintain হলো কিন্তু Bootable হলো না।

@এনামুল ইসলাম: ধন্যবাদ। ভাই ইন্টারনেটে দেখলাম উইন্ডোজ ৭ আল্টিমেটের .ISO ফাইলের সাইজ 1.8 GB আর ডিভিডি থেকে. iso ফাইল তৈরি করলে সাইজ হয় 2.4 GB। কাহিনী কি?

আমি আমার পেনড্রাইভ মাল্টিবুট করাতে চাই। আগে YUMI ( http://www.pendrivelinux.com/yumi-multiboot-usb-creator/ ) দিয়ে করতাম। কিন্তু এখন আমার প্রয়োজন XP (32,64), windows 7 (32,64), windows 8.1 (32,64) একসঙ্গে।
কোনো সমাধান?

আমার মনে হয় এটি আপনাকে হেল্প করবে http://www.guidingtech.com/10550/boot-multiple-operating-systems-from-single-usb-pen-drive/
** ধন্যবাদ 🙂

ভাই Bios অপশন এ গিয়ে কিছু করতে হবে?