ডাউনলোড করুন উইন্ডোজ ১০ প্রো টেক প্রিভিউ [Windows 10 Pro tech preview build 10061]

উইন্ডোজ ১০ টেকনিক্যাল প্রিভিউ হল মাইক্রোসফট স্টোরে আসা উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর একটি স্যাম্পল কপি যাতে মুল এপ্লিকেশনের কিছু বৈশিষ্ট ও কার্যকারিতা বিদ্যমান থাকে। উইন্ডোজ ১০ হল মাইক্রোসফট এর জনপ্রিয় অপারেটিং সিস্টেম এর নতুন সংস্করন যার পূর্ববর্তী প্রধান রিলিজ ছিল উইন্ডোজ ৮,৭,এক্সপি ইত্যাদি। বর্তমানে মাইক্রসফট কর্পোরেশন উইন্ডোজ ১০ কে পূর্ববর্তী সকল সংস্করন থেকে আলাদা বলতে চাইছে এবং বলছে যার উপর মাইক্রোসফট এর পূর্ণ নিয়ন্ত্রন থাকবে।

ডাউনলোড করুন উইন্ডোজ ১০ প্রো টেক প্রিভিউ [Windows 10 Pro tech preview build 10061]
তাই এই জন্য শোনা যায় কতৃপক্ষ উইন্ডোজ এর নবম সংস্করণ এড়িয়েছে। অষ্টম সংস্করণ থেকে উইন্ডোজের অনেক ফাংশন ইন্টারনেট এর মাধ্যামে নজরদারি, নিয়ন্ত্রন, রেস্পন্সিভ ডিজাইন এসব ব্যাবহার করে সরাসরি তারা দশম সংস্করন এ চলে যাওয়া হয়ত আরও বড় কিছুর ইঙ্গিত দেয়।তবে এটা যে এযাবৎ কালের ভিতর ১০ যে সেরা গ্রাফিক্যাল ইন্টারফেস তাতে সন্দেহ নেই। এ প্রসঙ্গে মাইক্রোসফট এর ভাইস প্রেসিডেন্ট টেরি মেয়ের্সন এক উপস্থাপনায় বলেন উইন্ডোজ ১০ বিভিন্ন ধরনের ডিভাইসে ইন্সটল ও ব্যাবহার করা যাবে যে ক্ষমতা উইন্ডোজ এর পূর্ববর্তী কোন সংস্করনে ছিল না। তিনি আরও বলেন উইন্ডোজ ১০ তার সীমানা পেরিয়ে এখন ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ফোন, এবং টিভি তে ব্যাবহার উপযোগী হবে।

উইন্ডোস ১০ এর কিছু বৈশিষ্টঃ

* তারা তালিকা চায়।

* নতুন ট্যাব উইন্ডোজ এক্সপ্লোরার/ফাইল এক্সপ্লোরার ।

* উইন্ডোজ আপডেট সব ড্রাইভারের জন্য একটি ওয়ান স্টপ শপ ব্যাবহার ।

* অ্যারো থিম অবজেক্টগুলিকে নস্ট করে।

* পার্সিয়ান ক্যালেন্ডার।

* স্টার্ট মেন্যুতে কিছু পিন করা।

* নতুন নোটপ্যাড ইন্টারফেস।

* ভলিউম রিমিক্স মিক্সার।

* ভারচুয়াল মেশিন হতে ড্রাগ এন্ড ড্রপ ।

নতুন কি থাকছে ১০০৬১ সংস্করণেঃ

* নতুন মেইল ও ক্যালেন্ডার এপ্লিকেশন।

* স্টার্ট মেন্যু, টাস্কবার ও একশন সেন্টার উন্নত করা হয়েছে।

* উন্নত কন্টিনিয়াম।

* উন্নত টাস্ক ভিউ।

* ইমেইল ও আউটলুক কে উন্নত করা হয়েছে।

* হাইপার ভি ও ভিজুয়াল স্টুডিও ক্রাস সমস্যার সমাধান।

* প্রজেক্ট এক্সপারটান এর সমাধান।

* ল্যাঙ্গুয়েজ প্যাকঃ ইংরেজি, জাপানি, কোরিয়ান, ডাচ, পোলিশ, পর্তুগিজ-ব্রাজিল, রাশিয়ান, সুইডিশ, থাই, তুর্কি, চীনা, জার্মান, স্প্যানিশ, ফিনিশ, ফরাসি, ইতালিয়ান আরবি, চেক।

ডাউনলোড করুন উইন্ডোজ ১০ প্রো ৩২ বিট

ডাউনলোড করুন উইন্ডোজ ১০ প্রো ৬৪ বিট

সিডি কিঃ PRO : NKJFK-GPHP7-G8C3J-P6JXR-HQRJR

টিউনটি ইনসাইড ব্লগ থেকে নেওয়া।

Level 0

আমি সজল মণ্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Never create a friend without understanding and never delete a friend without understanding.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Is this the preview version of Windows 10?

Level 0

waiting for the final release

Waiting final version

win10 চালাতে পিছির configuration কেমন থাকা লাগবে ?

Windows 10 এর হাই কমপ্রেস ফাইল কেউ দিতে পারবেন?