মাইক্রোসফট উইন্ডোজ ১০ RESET করবেন যেভাবে

সুপ্রিয় টেকটিউনস,পরিবারের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ; মাইক্রোসফট উইন্ডোজ ১০ RESET করবেন যেভাবে।
আমার আজ ও  মনে আছে এই টেকটিউন এর এক টেকটিউনার ভাই কে জিজ্ঞাসা করে ছিলাম উইন্ডোজ ১০ এর প্রবলেম কি বলুন  ?
উত্তর ছিল '' একদিনে বলা যাবে না। ইউস করে বুঝতে হবে।  কি কি প্রবলেম। ''
২৯ জুলাই উইন্ডোজ ১০ রিলিজ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কিছু না হলে প্রায় ৫000 এর বেশি প্রবলেম সলভের রিকোয়েস্ট এসেছে আমার কাছে  তার মধ্যে কিছু seriously critical প্রবলেম যার কোনো সল্যুশন আপতত পাইনি, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব।
অধিকাংশ এর যে সমস্যাটি প্রথম হচ্ছে সেটা হলো গ্রাফিক্স ড্রাইভারে সমস্যা,ফন্ট ইনস্টলড কিন্তু নট সাপোর্টেড, অডিও ইনস্টলড কিন্তু নট সাপোর্টেড, কারো আবার কম্পাটিবিলিটি খুব ভালো হয়ে ও ইনস্টলেশন এরর।  কারো স্ক্রিন রিজিলিউসন হাই হয়ে ও স্ক্রিন চ্যাপ্টা।লগইন সমস্যা তো কাল আমার দিনটা শেষ করে দিলো। টিউন ডিলিট, কম্পিউটার হ্যাং, হার্ড ড্রাইভ ক্রাশ। কত কি না করলো।
থাক এসব কথা কাজের কথা বলি --

উইন্ডো ৮.১ থেকে রিসেট অপসন উপলব্ধ আর উইন্ডো ১০ ও সেই অপসন আছে।
আমরা যারা বেশি রেজিস্ট্রি এডিট করি বা সিস্টেম মডিফিকেশন করি, অনেক সময় আমাদের সিস্টেম ক্রাশ করে, তখন আবার নতুন করে উইন্ডোস সেটআপ দিতে হয়।  আমরা যেমন আমাদের স্মার্ট ফোন কে ফ্যাক্টরি রিসেট করি ঠিক সেই রকম ভাবে আমরা উইন্ডোস ১০ কেও রিসেট করতে পারি, নতুন করে উইন্ডোস সেটআপ না দিয়া। তবে চলুন করা যাক Resetting Windows ১০

রিসেট করার জন্য প্রথমে খুলুন Setting সেখান থেকে Update & Security এবং Update & Security অপসন এর ভিতরে পাবেন Recovery  সিলেক্ট করলে ডানদিকে পাবেন Reset অপসন। Reset অপসন সিলেক্ট করুন আর Reset করুন আপনার সাধের উইন্ডোস ১০।
যেভাবে করলাম দেখালাম নিচের একের পর এক ছবিতে।

যেকোনো একটি অপসন সিলেক্ট করুন

যেকোনো একটি অপসন সিলেক্ট করুন, অল ড্রাইভ সিলেক্ট করলে আপনার পুরা পিসি ফরমেট হয়ে যাবে।

যদি পুরা ফরমেট করতে চান তাহলে All Drives সিলেক্ট করুন না হলে

Only the Drive where Windows is Installed সিলেক্ট করুন

যেকোনো একটি অপসন সিলেক্ট করুন

অপেক্ষা করুন আর আপনার পিসি আবার নতুন

জানা আব্যশক যে বিসয় গুলি সে গুলি হলো,

রিসেট করলে আপনার ইনস্টল করা  সকল সফটওয়্যার ডিলিট হয়ে যাবে, তাই আপনাকে আবার সেগুলি ইনস্টল করতে হবে। উইন্ডোস ১০ এক্টিভেশন পুনরায় করতে হবে [ তবে যদি অনলাইন একটিভ একবার হয়ে গিয়া থাকে তবে খালি অনলাইন একটিভ করুন।] আপনি মেইল আইডি ছাড়া উইন্ডোস ১০ লগইন করতে পারবেন। বারবার পাসওয়ার্ড দিতে হবে না।

 

এই পরিবারের সবার কাছে আমার একটি অনুরোধ অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না
আমি আমার চিত্রগুলাতে কপিরাইট সিম্বল দিলাম কারণ কিছু
শিক্ষিত বা অশিক্ষিত এই টেকটিউনের ছবি গুলা কে নিজের চিত্র বলে,নিজের Blog /Site টে ব্যবহার করছে।
তাই সকল টিউনার ভাই এর কাছে আমার একটাই অনুরোধ,
নিজের টিউনে ব্যবহৃত চিত্র গুলিতে © টেকটিউন এই সিম্বল ব্যবহার করুন।
এতে ওই শিক্ষিত বা অশিক্ষিত ব্যাটারা সায়েস্তা হবে।
আর যারা টিউনমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউনমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে।
কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা।
আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত।
আমার কাউকে দুখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই।

খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়া।  ভালো থাকবেন,ভালো রাখবেন,আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।

 

 

 

 

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

thanks

    প্রথম টিউনমেন্টের জন্য ধন্যবাদ।
    ধন্যবাদ পাশে থাকার জন্য।

onekdin por apnar tune pelam tt te valo e legase jokon erokom problem hobe try kre dekbo dhonnobad share korar jonno

    আপনাদের জন্য ভালো কিছু করতে পারলে আমার ভালো লাগে,
    এই ধারা অব্যাহত রাখব যত দিন সম্ভব হয় ,
    ধন্যবাদ কমেন্টের জন্য। ধন্যবাদ পাশে থাকার জন্য

প্রতিবারের মত এবার ও ভালো একটি টিউন উপহার দিলেন। ধন্যবাদ।

    আপনাদের জন্য ভালো কিছু করতে পারলে আমার ভালো লাগে,
    ধন্যবাদ কমেন্টের জন্য। ধন্যবাদ পাশে থাকার জন্য.

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।
ড্রাইভার সমস্যায় এখনও ভুগছি, মাঝে-মাঝে কাজ করা বন্ধ করে দেয়। আর রিসেট আর ফ্রেশ ইন্সটলের মাঝে বেসিক কোন (পুর্বের ফাইল গুলো রেখে দেয়ার সুবিধা ছাড়া) পার্থক্য আছে কি………?
কিছুদিন আগে দিয়েছিলাম, ফ্রেশ ইন্সটলেশনের চেয়েও বেশি সময় নেয়।
আর রিসেট দিলে কি উইন্ডোজ আপডেটও ডিলিট হয়ে যায় নাকি সেটা থেকে যাবে?
জানাবেন।

    K. M. Alauddin ভাই টিউনমেন্টের জন্য ধন্যবাদ।
    আপনার ড্রাইভার সমস্যার কথা একটু বিস্তারিত ভাবে বললে ভালো হত, চেষ্টা করতাম প্রবলেম সলভ করার। ।।
    হ্যা আপনি ঠিক কথাই বলেছেন যে সাধারণ ইনস্টল বা ফ্রেশ ইন্সটলেশনের এর চেয়ে বেশি সময় নেয়, তবে যদি আপনার কাছে ইনস্টলেশন মিডিয়া মানে DVD বা USB না থাকে তখন এর চেয়ে ভালো অপসন আর হতে পারেনা।
    এটা তাদের জন্য খুবই দরকারী যাদের প্রি ইনস্টলড OS থাকে পিসি বা ল্যাপটপে।
    পুর্বের ফাইল গুলো রেখে দেয়ার সুবিধা ছাড়া আর কোনো পার্থক্য নেই।
    না উইন্ডোজ আপডেট ডিলিট হয়না কিছু ক্ষেত্র ছাড়া [ যেমন ফুল ফরমেট ] , তবে যদি আপনি আপডেট চেক করেন তবে আপনার আগের আপডেট ফাইল শো করবেনা।

    বিলম্বিত উত্তর দেয়ার জন্য দুঃখিত।

      আপনার আন্তরিকতাপুর্ণ প্রতিউত্তরের জন্য অনেক-অনেক ধন্যবাদ। ড্রাইভার সমস্যার সম্মুখিন আবারও হলে স্ক্রীন-শট সহ জ্বালাতন করব (সমধান চাইব)। আর এই টপিক্‌স সম্পর্কিত শেষ কৌতুহল, ডেস্কটপে উইন্ডোজ-১০ রিসেট দেয়ার সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটলে সেটা রিজিউম/রিকভার করে উঠতে পারবে, নাকি পুরো সিষ্টেম টাই ক্রাশ করবে………? জানাবেন প্লীজ

        K. M. Alauddin ভাই ,
        আপনার আন্তরিকতাপুর্ণ প্রশ্ন বা কৌতুহল এর জন্য অনেক-অনেক ধন্যবাদ। আর সেটা কে জ্বালাতন বলে কখনই ভাববেননা।
        আপনাদের জন্য এই টিউন টি করা,
        আর তাকে ঘিরে যদি কোনো প্রশ্ন উদয় হয় তো সেটার উত্তর দেওয়া আমি আমার কর্তব্য বলে মনে করি।
        আপনার যদি প্রশ্ন করেন আমার সত্যি ভালো লাগে উত্তর দিতে।
        আর হ্যা যদি প্রবলেম হয় তো বলবেন, একশো বার বলবেন যতক্ষণ না আপনার প্রবলেম সলভ হয়।

        ডেস্কটপে উইন্ডোজ-১০ রিসেট দেয়ার সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটলে উইন্ডোস Troubleshooting চালু হয় ,
        যদি এই Troubleshooting আপনার উইন্ডোস রিকভার করতে পারে তাহলে পুনরায় রিসেট অপসন চালু হয় ,
        আর যদি Troubleshooting রিকভার করতে না পারে এবং ইনফাইনাইট লুপ এ চলে যায় ,
        তাহলে উইন্ডো ক্রাশ করতে পারে তখন BOOTABLE ডিভাইস দিয়া উইন্ডোস রিপেয়ার করতে হবে,
        না হলে উইন্ডো লোড হতে প্রবলেম হবে।
        আর যদি ৬৫ % এর উপর রিসেট কমপ্লিট হয়ে যায় তাহলে বিদ্যুৎ বিভ্রাট মিটলে পুনরায় রিসেট পক্রিয়া সুরু হবে।

        শেষ একটা কথা ইনস্টল বা রিসেট কোনো কিছু করার সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটলে hard drive ক্রাশ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়,
        এবং পরবর্তী কালে অসুবিধার কারণ হয়ে দাড়ায়।

        বিলম্বিত উত্তর দেয়ার জন্য দুঃখিত।
        প্রতিবারের মত এবার ও পাশে থাকার জন্য ধন্যবাদ।।।

ভাইয়া অামার ড্রাইভার সমস্যাটা একটু দেখেন৷

http://answers.microsoft.com/en-us/windows/forum/windows_10-hardware/can-not-play-high-graphics-game/9e78e9b6-a1e2-4aff-b4b9-d6af72e8f466?tm=1441131733087

মাইক্রোসফট কমনিটিতে জানতে চেয়ে যথাযথ উত্তর পায়নি৷

    সুদিপ্ত ভাই আপনার প্রবলেমটা দেখলাম ,
    কিন্তু যদি খালি এটাই প্রবলেম থাকে তবে নিচের লিংক থেকে ড্রাইভার গুলি
    ডাউনলোড করুন আর আপডেট দিন আশা করি হয়ে যাবে।
    তবে আমার কিছু প্রশ্ন আছে যেমন আপনি কি করে উইন্ডোস ১০ সেটআপ দিলেন ?
    যদি আপগ্রেড দিয়া থাকেন তো এই প্রবলেম টা আসার কথা নয় তবে কি আপনি ক্লিন সেটআপ দিলেন ?
    আপনার ড্রাইভার তো ইনস্টল শো করছে ডিভাইস ম্যানেজার,
    কিন্তু ডিস্ক দিয়াগোনাসিস পার্ট গ্রাফিস শো করছে তাই তো ?
    আপনি কি উপরে লিখিত লিংক থেকে আপডেট গ্রাফিস করেছেন বা ড্রাইভার করেছেন ?
    উত্তর গুলার যথাযত উত্তর দিলে আপনাকে সাহায্য করতে সুবিধা হবে।
    ফেইসবুক এ request পাঠান তাতে উত্তর দিতে সুবিধা হবে।

    বিলম্বিত উত্তর দেয়ার জন্য দুঃখিত।

সি ড্রাইভ সিলেক্ট করলে,শুধু ইনস্টল করা ফাইল গুলা ক্লিয়ার হবে? নাকি পুরো c ড্রাইভ ফরমেট হয়ে যাবে?

    সবুজ সাগর ভাই ” Choose an Option” এই অপসন যখন আসবে তখন যদি আপনি ” Keep My Files” অপসন টি সিলেক্ট করেন
    তবে আপনার পার্সোনাল ফাইল গুলি থাকবে রিসেট করার পার, আর দিতীয় অপসন “Remove Everything” সিলেক্ট করলে কিছু সেভ হবে না।
    এই এখানে প্রথম অপসন ” Keep My Files” সিলেক্ট করে,
    নেক্সট অপসন ” Your PC has more than one drive ”
    প্রথম অপসন “Only the Drive where Windows is Installed সিলেক্ট করুন”
    তাহলে C:/ ড্রাইভ ফরমেট হলেও আপনার পার্সোনাল ফাইল গুলা থেকে যাবে।

    বিলম্বিত উত্তর দেয়ার জন্য দুঃখিত।
    প্রতিবারের মত এবার ও পাশে থাকার জন্য ধন্যবাদ।।।

জি ভাইয়া Hp এর নিজেস্ব website থেকে ও download করে ইনেস্টল করেছি কাজ হয়নি৷ বরং AMD ও Intel এর website এ অটো ডিটেকশন টুল অাছে সেগুলো Hp website এর ড্রাইভার ভারর্স গুলোর চেয়ে অাপডেট দেখায় সেগুলা ডাওনলোড করে ইনেস্টল করা ছবি গুলোই অাপনি দেখেছেন৷ অামি ক্লিন ইনেস্টল দিয়েছিলাম৷

ফেসবুকে ও অাপনাকে এই কথা গুলো দিয়ে দিলাম৷

apner laptop er model ki r ame nijao kisudin vukesi amd driver niya then hp amd driver release kre but tader tate bag ase then ame windows update theke amd 8750M er driver ta pay akon sob kisu tik moto kaj krse but ame fifa 14 akon r kelte parena jta age 8.1 e kelase notun kre setup o diyase but games r kelte parena er kono solution jana ase @Abhishek Hazra vai

    Raihan Mostafa ভাই যদি AMD 8750M হয় তাহলে এই লিংক থেকে ড্রাইভার টি ডাউনলোড করুন।
    আমি ৬৪ বিট উইন্ডোস ড্রাইভার দিলাম,

    আর যদি ৩২ বিট ভার্সন উইন্ডোস হয় তবে এখান থেকে ডাউনলোড করুন
    আশা করি কাজ হয়ে যাবে।
    যদি প্রবলেম থাকে তাহলে বলবেন।

    আমার বিলম্বিত প্রত্যুত্তর জন্য দুঃখিত।
    ধন্যবাদ পাশে থাকার জন্য।

Vi amar o AMD 8750M

    সুদিপ্ত তরফদার ভাই,আপনাকেও বলছি যদি AMD 8750M হয় তাহলে এই লিংক থেকে ড্রাইভার টি ডাউনলোড করুন।
    আমি ৬৪ বিট উইন্ডোস ড্রাইভার দিলাম,

    আর যদি ৩২ বিট ভার্সন উইন্ডোস হয় তবে এখান থেকে ডাউনলোড করুন
    আশা করি কাজ হয়ে যাবে।
    যদি প্রবলেম থাকে তাহলে বলবেন।

    আমার বিলম্বিত প্রত্যুত্তর জন্য দুঃখিত।
    ধন্যবাদ পাশে থাকার জন্য।

উইন্ডোজ ১০ এই নিয়া ২ বার এর পর ভাল ভাবে চালাতে পারলাম । ১ম বারে করটেনা আর স্টার্ট মেনু কাজ করে নাই .২য় বার পুরা ক্রাশ করে স্টার্ট হওয়ার সময় একটা এরর আসতো ।এখন ভাল ভাবে চলছে।না জানি কবে আবার উইন্ডোজ ১০ নিয়া অন্য কোন বিপদে পরি ।
একটা প্রশ্ন ছিল ,আমি গেম এর জন্য মাইক্রোসফট ভিজুএল ২০০৫-১৩ পর্যন্ত ইন্সটল করে রাখলে ২০০৫,২০০৮,২০১০ আগুল কেটে যায় বা কেটে দেয় ,বাকি সব ঠিক থাকে ।

    মেহেদী হাসান শুভ ভাই ,
    প্রশ্ন টা ঠিক বুঝতে পারলাম না।
    তাই হয়ত উত্তর ঠিক করে দিতে পারছিনা ,
    তবে যতটুকু বুঝতে পারলাম আমার মনে হয় আপনি Visual C++ Redistributable for Visual Studio সমন্ধে বলছেন।
    যদি তাই হয় তবে বলি নতুন আপগ্রেড বা আপডেট ইনস্টল করলে পুরনো আপডেট ইনস্টল করা যায় না।
    মানে আপনি ২০১৫ ইনস্টল করলে ২০১৩ ইনস্টল করতে পারবেন না।
    আর আপনার যদি সব কটি ভার্সন এর প্রয়োজন হয় তবে পুরনো গুলো প্রথমে ইনস্টল করুন। যেমন ধরুন ২০০৫ > ২০০৮> ২০১০> ২০১৩ >২০১৫

    যদি প্রয়োজন হয় তাই সব Visual C++ Redistributable for Visual Studio এর ডাউনলোড লিংক দিয়া দিলাম।

    Microsoft Visual C++ 2005 Service Pack 1 Redistributable Package
    Microsoft Visual C++ 2008 Redistributable Package (x86)
    Microsoft Visual C++ 2010 SP1 Redistributable Package (x64)
    Visual C++ Redistributable Packages for Visual Studio 2013
    Visual C++ Redistributable for Visual Studio 2015

    অসুবিধা হলে বলবেন।

Well Done………Good Job…….Go On.

    সায়েম সরকার ,
    আমার বিলম্বিত প্রত্যুত্তর জন্য দুঃখিত।
    ধন্যবাদ পাশে থাকার জন্য।

অভিষেক ভাই অনেক ধন্যবাদ।

    কামরান পারভেজ ইভান ভাই টিউনমেন্টের জন্য ধন্যবাদ।
    ধন্যবাদ পাশে থাকার জন্য।