ডাউনলোড করুন মাইক্রোসফট উইন্ডোজ ১০ এর সর্বশেষ ভার্সন আর মজা নিন নতুন উইন্ডোসের

প্রযুক্তি প্রিয় টেকটিউন বাসী সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। টেকটিউনস পরিবারের সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। অনেকদিন পর টেকটিউনে ফিরলাম; এই টিউনটি করার আগে আমি ভেবেছিলাম যে এই বিষয়ে নিশ্চয়ই কোনো টিউন হয়ত হয়েছে; কিন্তু যখন দেখলাম যে এই  বিষয়ে কোনো টিউন নেই তাই করলাম। গত ১২ নভেম্বর ২০১৫ উইন্ডোস ১০ এর ফাইনাল এরর ফিক্সড ভার্সন রিলিজ করেছে;

উইন্ডোজ ১০ এর অটোমেটিক আপডেট এর মাধ্যমে সকল উইন্ডোজ ১০ ইউজার এর পিসিতে যা ইন্সটল হয়ে গিয়াছে, কিন্তু যাদের অটোমেটিক আপডেট বন্ধ তাদের তো ইন্সটল হবেনা, তাই তাদের জন্য আর যারা নতুন উইন্ডোস ১০ ইন্সটল করবেন তাদের কে বলে রাখি, উইন্ডোস এর সর্বশেষ ভার্সন ১৫১১ (OS BUILD  ১০৫৮৬.৩) কোড ১৫১১ মানে হলো ২০১৫ এর ১১ তম মাস নভেম্বের, এবার থেকে সব এই ভাবেই হবে বিলড নাম্বার।

আপনার মনে হতেই পারে কেন করব আবার নতুন ভাবে উইন্ডোজ ১০ ইন্সটল ???

আর তার উত্তর একটাই আগের থেকে অনেক ফাস্ট ও স্মুথ, ইন্টারনেট ওয়াইফাই সেটিং আরও সহজ, করটানা আরো ভালো, আর প্রাইভেসি আগের চেয়ে অনেক উন্নত। আর সাথে আরো নতুন নতুন অ্যাপ্লিকেশান।

উদাহরন হিসাবে নতুন টাস্কবারটা দেখুন; চাইলে করতানা কে রিমুভ করতে পারেন এক ক্লিকে।

ডাউনলোড করবেন কিভাবে ???

ডাউনলোড করতে পারেন মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে বা টরেন্ট সাইট থেকেও ডাউনলোড করতে পারেন।মাইক্রোসফটের অফিসিয়াল সাইট ডাউনলোড করবেন যে ভাবে তা আমার এই টিউনে দেখিয়েছি, টিউন লিঙ্ক

আরো একটি মাইক্রোসফটের অফিসিয়াল সাইট ডাউনলোড লিঙ্ক
এখানে প্রথমে সিলেক্ট এডিশন থেকে এডিশন সিলেক্ট করুন, এবং তারপর সিলেক্ট প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন।
আমি উইন্ডোজ ১০ প্রো এবং ইন্টারন্যাশনাল ইংলিশ সিলেক্ট করেছি উদাহরন হিসাবে প্রয়োজনে আপনি অন্য কিছুও সিলেক্ট করতে পারেন।

ও বলে রাখা ভালো যে এই অফিসিয়াল লিঙ্ক মাত্র ২৪ ঘণ্টা ভ্যালিড থাকবে, তাই ডাউনলোড কারার সময় খেয়াল রাখবেন যেন ইন্টারনেট স্পীড যেন ভালো থাকে। সাইজ ৪.৭ জিবি সর্বাধিক।

আর টরেন্ট ডাউনলোড লিঙ্ক এখানে যে ফাইলটিকে পাবেন তাকে USB boot-able করে ইন্সটল করতে পারেন আর এতে কেবল মাত্র ৬৪ বিট উইন্ডোজ আছে, আর প্রি- এক্তিভেট, আর নন এক্তিভেট দুটি অপশন। যদি আপনি আগে উইন্ডোজ ১০ ইন্সটল এবং এক্তিভেট যদি করে থাকেন তাহলে খালি নেট অন করে অনলাইন এক্তিভেট করুন এক্তিভেট হয়ে যাবে।

আর লেখা আসবে এইরকম, প্রোডাক্ট কি লেখাটা তে দেখতে পাবেন " windows 10 on this device is activated with a digital entitlement . "

শেষ করার আগে

অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না। যারা টিউমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে। কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা। আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত। আমার কাউকে দুঃখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই। নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। আর দয়া করে টেকটিউনকে সাপোর্ট, প্রমোট করুন, আর অবশ্যই নির্ভেজাল টিউন করে টেকটিউন পরিবারকে সমৃদ্ধ করুন।  খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়া। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেকদিন পর দাদার টিউন পেলাম, কেমন আছেন…

    প্রথম টিউমেন্টের জন্য ধন্যবাদ আমিনুল হক ভাই , আপনাদের ভালোবাসাতে এখন পুরো সুস্থ । ভালো আছি।

আনেক ধন্যবাদ উপকারি টিউন।

    টিউমেন্ট করার জন্য ধন্যবাদ মাহফুজ বিন মুহাম্মাদ ভাই,
    টেকটিউনের সাথে থাকুন প্রযুক্তির সুরে মেতে । ভালো থাকবেন ।

Dhonnobad nice tune

দেরি হয়ে গেল অাপনাকে দেখতে……অামি যদিও অাগেই নামানো শুরু করেছি, তবে সাইজটা অাসলেই অনেক বড়……..

টিউনের জন্য ধইন্যা 🙂

উইন্ডোস এর সর্বশেষ ভার্সন ১৫১১ (OS BUILD ১০৫৮৬.৩) er 32bit iso er direct link r full version korar software link ta din please….
vaia opekkhay thaklam…

Level 0

অভিষক ভাই, আমার Laptop এ Windows 8.1 (Original) আসে। এখন আমি যদি build 10.0.10240 (29 july update) না দিয়া সরাসরি build 10586.3 তে UPGRADE করি তাহলে কি Windows Genuine থাকবে?

উল্লেখ্যঃ আমার আরেকটা Laptop এ Windows 10 এ update (from Insider) করা আছে যে Microsoft Account ব্যাবহার করে, উক্ত Laptop UPGRADE ও একই Account ব্যাবহারিত হবে।

আপনার পরামর্শ কামনা করছি।

[Windows10 Pro] ব্যবহার করছি। কিন্তু সমস্যা হলো ডাটা কানেকশন দেয়ার সাথে সাথে ডাটা পানিরমত খেয়ে ফেলছে সব। ডাটা Cost কমানোর উপায় থাকলে plz Help.

tnx , kaje lagbe.

    আরিফ ভাই টিউমেন্টের জন্য ধন্যবাদ,
    ভালো থাকবেন আর টেকটিউনের সাথে থাকার জন্য আবারো ধন্যবাদ।
    মেতে থাকুন প্রযুক্তির সুরে। । । । । ।

খুব ভাল লাগলো

bhai.. ami windows10 use korchi.. but akhon jodi ami notun kore windows 10 setup ditay chai tahole kivabe dibo?? expert ra help koren..