আপনার উইন্ডোজ ১০ ব্যাকআপ করুন। (ভিডিও)

আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহুর রহমতে ভালই আছেন। আমিও ভালই আছি। দোয়া করি সবাই যেন নামাজ নিয়মত পড়তে পারেন। গত টিউনে আমি উইন্ডোজ ১০ ব্যাকআপ করা দেখিয়েছিলাম 'ফাইল হিস্ট্রি' অপশন দিয়ে। এই টিউনে আমি 'উইন্ডোজ ব্যাকআপ অ্যান্ড রিষ্টর' অপশন ব্যবহার করে কিভাবে উইন্ডোজ ১০ ব্যাকআপ করতে হয় তা দেখাবো।

এই অপশন এর একটি বড় সুবিধা হল আপনি শুধু এক্সটারনাল হার্ডড্রাইভ নয় বরং ইন্টারনাল হার্ড ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ, ডিভিডি অথবা ল্যান নেটওয়ার্ক ব্যবহার করেও ব্যাকআপ রাখতে পাবেন। আমি ভিডিও তে কিভাবে নিজের হার্ডডিস্ক এ ব্যাকআপ করে রাখবেন তা দেখিয়েছি, তবে বাকি অপশন সমন্ধেও আলোচনা করা হয়েছে। নিজের হার্ডডিস্কে ব্যাকআপ রাখার একটা অসুবিধা হল যদি কখনো আপনার পুরো হার্ডডিস্কটি ক্রাশ হয় তবে আপনি আপনার ব্যাকআপটি হারাবেন।

যায় হউক আশা করি টিউনটি আপনার কাজে আসবে এবং পরের টিউনে দেখাবো কিভাবে এই ব্যাকআপ গুলোকে রিষ্টর করবেন। কোন সমস্যা হলে টিউমেন্ট করিয়েন।

ফাইল হিস্ট্রি ব্যবহার করে উইন্ডোজ ১০ এর ব্যাকআপ ঃ টিউনলিঙ্ক

উইন্ডোজ ১০ রিষ্টর করার পদ্ধিতি (ভিডিও) ঃ টিউন লিঙ্ক

আমার টিউন গুলো যদি আপনাদের ভাল লেগে থাকে তবে আমার ফেসবুক গ্রুপ এ যোগ দিতে পারেন এবং কম্পিউটার সম্পর্কিত যেকোনো সমস্যা আলোচনা করতে পারেন। ফেসবুক গ্রুপ

আপনি হয়তো বিষয়টি জানেন বা প্রয়োজন নেই কিন্তু অন্যরা জানে না বা অনেকের প্রয়োজন, তাই Social media site গুলোতে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি মিনহাজুর রহমান সাক্ষর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

কম্পিউটার সম্পর্কে শিখতে ও শিখাতে ভালবাসি । :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস