ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-১১] :: আপনার গ্রুপ বা পেইজের সকল টিউন আপনার ওয়েবসাইটে দেখান আর নিয়ে নিন হাজার হাজার লাইক,টিউমেন্ট

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালই আছি। আপনাদের জন্য টিউটোরিয়াল বানাতে গিয়ে যদিও পড়ালেখা তেমন করতে পারি নি, কিন্তু আল্লাহর রহমতে প্র্যাকটিক্যাল পরীক্ষা ভালই হচ্ছে। সবই আপনাদের দোয়ায়। যাহোক চলুন আজকের টিউন শুরু করে দিই। আরে শুরু করার কি আছে??? শুরু তো টাইটেল দিয়েই করে দিয়েছি। আগে একটু আপনাদের সাথে কথা না বললে কি আর ভাল লাগে???

আসলে কয়েকদিন ধরে টিউমেন্টে আপনাদের তেমন রেসপন্স পাচ্ছি না। আর যারা আমার টিউন টি শেয়ার করেছেন এবং নির্বাচিত মনোনোয়নে ক্লিক করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসলে একটা টিউন করা যে কতটা কষ্টের কাজ সেটা যারা ইউনিক টিউন করেন শুধু তারাই জানেন। কিন্তু যখন পর্যাপ্ত সাড়া পাওয়া যায় তখন আর কোনো কষ্ট মনে হয় না। তখন মনে হয় প্রাণ উজাড় করে আপনাদেরকে সব কিছু দিয়ে দেই।যাই হোক অনেক বক বক করে ফেললাম,তাই sorry। তো চলুন আজকের টিউনের বিষয়ে যাওয়া যাক।

আজকের টিউনটি খুবই গুরুত্বপূর্ণ।মনে করুন আপনার একটা গ্রুপ আছে। আপনি অনেক কিছু জানেন।কিন্তু মেম্বার কম থাকায় শেয়ার করে তেমন মজা পাচ্ছেন না। বা আপনার পেইজে লাইক কম। সে ক্ষেত্রে আপনার জন্যই আজকের এই টিউন টি।স্বাভাবিক ভাবেই আপনার ওয়েবসাইটে ভাল টিউন হলে সবাই আপনার গ্রুপে ও পেইজে জয়েন করবে এবং লাইক দিবে।কারণ আপনার গ্রুপে বা পেইজে কি ধরণের টিউন হচ্ছে তা সে আপনার ওয়েবসাইট থেকে দেখে নিতে পারছে।

আজকে আমি যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে যে,

মনে আপনার গ্রুপে মেম্বাররা নিয়মিত টিউন করছে। তাদের প্রতিটি টিউন আপনি আপনার ওয়েবসাইটে দেখাবে এবং সবাই পড়তে পারবে। আর সবচেয়ে মজার ব্যাপার হল ফেসবুকের সকল টিউন আপনার ডাটাবেসে সেভ হয়ে থাকবে। মানে আপনার পেইজে বা গ্রুপে কেউ ধরুন একটা খারাপ টিউন করলো। এরপর ডিলিট করে দিলো। এখন আপনাকে সে বলতে পারে যে টিউন টি সে করে নি। সেক্ষেত্রে সে ফেসবুক থেকে টিউন ডিলিট করে ফেললেও আপনার ওয়েবসাইট থেকে ডিলিট হবে না। শুধু তার দেয়া ছবিটা ডিলিট হবে।কিন্ত তার দেয়া টিউন আপনি আপনার ওয়েবসাইটে দেখতে পারবেন।

তো সেই কাজটা কিভাবে করবেন? আসলে সে কাজটা করার জন্য আমরা একটা ওয়ার্ডপ্রেস প্লাগিন ব্যবহার করবো। এর জন্য আপনি প্রথমে আপনার ওয়েবসাইটে লগিন করুন।

এরপর নিচের ছবির মতো...

plugins>>>>>add new এ ক্লিক করে করুন।আর সার্চ বক্সে facebook feed wd লিখে সার্চ দিন।

এরপর প্লাগিনটা ইনস্টল করুন। এরপর activate করে নিন। একটিভ করে আপনাকে একটা ফেসবুক এপ্স তৈরি করতে হবে। সেটা তৈরি করতে মাত্র ১মিনিট লাগবে।কিন্তু এইখানে লিখলে অনেক দীর্ঘ হয়ে যাবে। তাই কষ্ট করে একটু নিচের ভিডিও টিউটোরিয়ালটা দেখে নিন। আর টিউটোরিয়ালটি মাত্র ১২মিনিটে করা হয়েছে ইডিট করে।তাই বেশি সময়ও নষ্ট হবে না। ভাল লাগলে অবশ্যই টিউন টিতে লাইক,টিউমেন্ট এবং শেয়ার ও নির্বাচিত মনোনয়ন এও ক্লিক করে আমাকে উৎসাহিত করবেন আশা করি।

পরবর্তী টিউনে থাকবে কিভাবে আপনি টিউন করলেই তা আপনার ফেসবুক গ্রুপ বা পেইজে অটোমেটিক টিউন হয়ে যাবে। আর সেখানে লিখা থাকবে আপনার ওয়েবসাইটের নাম। মানে posted(your website name) example posted by techtunes.io

ভাল থাকুন,সুস্থ থাকুন প্রযুক্তিকে ভালবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ...

Level 1

আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস