ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশন [পর্ব-১0] :: ওয়ার্ডপ্রেস সাইটে হোমপেজে নির্দিষ্ট সংখ্যক পোষ্টের পর অ্যাড যুক্ত করবেন যেভাবে।

ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশন

সবাই ভাল আছেন আশাকরি!গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে পোষ্টের মধ্যে দ্বিতীয় প্যারাগ্রাফের পর অ্যাড যুক্ত করতে পারি।আজ দেখব কিভাবে হোমপেজে নির্দিষ্ট সংখ্যক পোষ্টের পর অ্যাড যুক্ত করা যায়।

Insert_ads_after_one_post_by_S.k.joy

আমরা যেভাবে এগোবো।

  • থিমের index.php/loop.php/home.php ফাইল এডিট করব।
  • কিছু কোড যুক্ত এবং পরিবর্তন করব।
  • ফাইলটি সেভ করব।

গুরুত্বপূর্ণ যা কিছু।

যেকোন ফাইল এডিটের আগে তার ব্যাক-আপ রাখবেন এবং ঠান্ডা মাথায় কাজ করবেন।

তাহলে চলুন শুরু করা যাক।

প্রথমে ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করে Dashboard থেকে Appearance > Editor এ যান।এরপর বর্তমান থিমের index.php/loop.php/home.php (বেশীর ভাগ থিমে index.php ফাইলে ব্লগ পেজের কোড গুলো থাকে।অনেকে index.php তে External file call করে তার মধ্যে ব্লগ পেজের কোড গুলো রাখেন।এটা আপনাকে খুজে নিতে হবে) ফাইলটি এডিটরে ওপেন করুন।এরপর পোষ্ট loop এর শুরু এবং শেষ খুজে বের করুন।অর্থাত্‍

<?php if(have_posts()) : ?> <?php while(have_posts())  : the_post(); ?> <?php endwhile; ?> <?php else : ?> <?php endif; ?>

কোড গুলো খুজে বের করুন।এরপর আপনার থিমের পোষ্ট loop এর কোড গুলো নিচের মত করে পরিবর্তন করুন।

   <?php if(have_posts()): ?>
   <?php $count=0; ?>
   <?php while(have_posts()): the_post(); ?>
   <?php $count++ ?>
   <?php if($count==2): ?>
      <div>Your ads code here</div>
      <h2 style="margin-bottom: 10px; font-weight: normal;font-size: 19px;"><a href="<?php the_permalink(); ?>" title="<?php the_title(); ?>"><?php the_title(); ?></a></h2>
      <?php else: ?>
      <h2 style="margin-bottom: 10px; font-weight: normal;font-size: 19px;"><a href="<?php the_permalink(); ?>" title="<?php the_title(); ?>"><?php the_title(); ?></a></h2>
   <?php endif; ?>
   <?php endwhile; ?>
   <?php endif; ?>

লক্ষ্য করবেন উপরের কোডের মধ্যে Your ads code here লেখা আছে।ওখানে আপনার অ্যাডের কোড গুলো যুক্ত করবেন।

এবার Update file বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করুন।এরপর হোমপেজে গিয়ে রিফ্রেশ করে দেখুন প্রথম পোষ্টের পর আপনার কাঙ্খিত অ্যাড যুক্ত হয়ছে।

Insert_ads_after_one_post_by_S.k.joy

!Important. আপনি যদি 2 টা পোষ্টের পর অ্যাড যুক্ত করতে চান তাহলে উপরের কোডের মধ্যে 2 এর স্থানে 3 লিখে ফাইলটি সেভ করুন।এভাবে আপনি আপনার মত করে পরিবর্তন করতে পারবেন।

টিউটোরিয়াল টা মনে হয় বেশ জটিল হয়ে গেল।ঠান্ডা মাথায় কাজ করবেন।

নির্দিষ্ট সংখ্যক পোষ্টের পর অ্যাড দেখাতে গেলে Post loop এর গঠন কেমন হবে আমি শুধু সেটাই দেখালাম,আপনি আপনার মত করে ডিজাইন করে নেবেন।আশাকরি আপনি পারবেন,না পারলে আমি তো আছি।

ভাল থাকবেন সবাই।

পূর্বে এখানে প্রকাশিত।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বস আমার সাইট টুকু আপনাকে আহবান দেখে আসার জন্য

দারুন হয়ছে। আপনার সাইটে একটা নিউজ শো করছে ও সাইটে ভোটিং সিস্টেম কিভাবে করে (যেমন টিটি তে আছে) এসব নিয়ে পোষ্ট করলে উপকার হত। ধন্যবাদ

    @অবুজ বালক: সাইটে নিউজ টিকার যুক্ত করার জন্য আমার 6 নং পর্বের টিউন দেখুন এবং ভোটিং সিস্টেম যুক্ত করার জন্য http://polldaddy.com ব্যাবহার করতে পারেন।

    ধন্যবাদ।ভাল থাকবেন।

      ধন্যবাদ জয় ভাই। আপনার থিমটা কিন্তু আমার খুব পছন্দ হয়ছে যদি দিতেন খুব খুশি হতাম।

        @অবুজ বালক: ঐটা আমার লাইফে ডেভেলপ করা প্রথম থিম।আপনার ভাল লাগলে দিবো।

Level 0

ভাই আমার সাইটে কাজ করছেনা………!!!

    @Zubi14: ভাই,নিশ্চয় আপনার কোথাও একটা ভূল হয়েছে।চেষ্টা করুন পারবেন।প্রয়োজনে থিমের ফাইল গুলো জিপ করে আমাকে পাঠাতে পারেন।

    সময় পেলে fixed করে দিবো।ভাল থাকবেন।

ধন্যবাদ ভাই এতদিন ধরে এটাই খুজছিলাম।

ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য… ভাই আমি যদি আরো এড যুক্ত করতে চাই সে ক্ষেত্রে আমাকে কি করতে হবে…

ব্রাদার আপনার এফ বি লিংক দেওয়া যাবে?

ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য… ভাই আমি যদি আরো এড যুক্ত করতে চাই সে ক্ষেত্রে আমাকে কি করতে হবে…