কিভাবে ওয়ার্ডপ্রস ইনিষ্টল করবেন আপনার Cpanel এ। (ভিডিও টিউটোরিয়াল)

আস্সালামুআলাইকুম, কেমন আছেন সবাই। ওয়ার্ডপ্রেস হল বর্তমান সময়ের একটি জনপ্রিয় CMS (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম)। বর্তমান ওয়েবসাইট বজারে ওয়ার্ডপ্রেস এর চাহিদা ব্যাপক। প্রথম দিকে ওয়ার্ডপ্রেস দিয়ে শুধু ব্লগিং সাইট করা গেলেও এখন ওয়ার্ডপ্রেস দিয়ে High Quality সব ওয়েবসাইট করা হয়।

ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোন ধরনের ওয়বসাইট তৈরি করা যায়। যেমন নিউজ পোর্টাল,ইকমার্স,কোম্পানি,ব্লগিং ওয়েবসাইট ইত্যাদি। আর বর্তমানে ওয়ার্ডপ্রেস এর প্রচুর পরিমান থিম পাওয়া যাচ্ছে ফ্রী এবং প্রিমিয়াম যা এক ধরনের বানিজ্যিক মাধ্যম হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস থিম এর ব্যাপক চাহিদা রয়েছে আন্তর্জাতিক মার্কেটপ্লেস গুলোতে।

আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনিষ্টল করবেন আপনার Cpanel অর্থ্যাৎ আপনার হোস্টিং সার্ভার এ। প্রথমে ওয়ার্ডপ্রেস ইনষ্টল করার জন্য আপনাকে ওয়ার্ডপ্রেস এর অফিসিয়িাল ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিতে হবে। এর জন্য ওয়ার্ডপ্রেস অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে ডাউনলোড করে নিন:  http://www.wordpress.org।   

আজ আমি আপনাদেরকেে এই ভিডিও টি্‌উটোরিয়ালটিতে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনিষ্টল করবেন আপনার নিজস্ব হোস্টিং সার্ভার এ। এবং কিভাবে ডাটাবেজ তৈরি করবেন এবং তা ওয়ার্ডপ্রেস এ সেট করবেন।

তো আর দেরী কেন টিউটোরিয়ালটি সম্পূর্ন এখানে দেওয়া হল দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

https://www.youtube.com/watch?v=d0aQZBNmBnU

আর ভিডিওটি দেখে শিখতে পারলে লাইক টিউমেন্ট করে জানাবেন। যে কোন কিছু শিখতে হলে ধর্য্য ধারন করা অত্যান্ত প্রয়োজন। আপনি ধৈয্য ধরে একটা জিনিস শিখতে পারলে জীবনে আর পিছনের দিকে তাকিয়ে থাকতে হবেনা। এই ভিডিওটিতে আমি যতটুকু সম্ভব ওয়ার্ডপ্রেস ইনিষ্টল করার ফুল টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করেছি তার পরেও কোনো সমস্যা হলে জানাবেন  সপ্তাহে ২৪/৭ দিন আপনাদের সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ।

আর লাইক টিউমেন্টস সাব্সক্রাইভ করতে ভূলবেননা।

 

 

 

Level New

আমি শাকিল হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস