খুব সহজেই আপনার ওয়েবসাইটে দেখান কোভিড-১৯ এর লাইভ আপডেট

এই মুহুর্তে পুরো পৃথিবীতে কত মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন, কত জন মারা গেছেন এবং কত জন সুস্থ হয়েছেন। এই সব আপডাটে গ্লোবালি এবং দেশ ভিত্তিক ভাবে দেখাতে পারবেন কোন প্রকার কোডিং ছাড়াই। তবে কিছূ শর্ত আছে, শর্তগুলো হলঃ

  1. আপনার ওয়েবসাইটি অবশ্যই ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে হতে হবে
  2. আপনার ব্যসিক জ্ঞ্যান থাকতে হবে ওয়ার্ডপ্রেস সম্পর্কে

এবার দেখি কিভাবে কি করবেন, প্রথমে আপনার দরকার হবে এই প্লাগিন। এটা আমার ডেভেলপ করা এবং সম্পুর্ন বিনা মুল্যে আপনি এটি ব্যবহার করতে পারবে। এবার অন্য সব প্লাগিন এর মতই ইন্সটল করতে হবে। নিচের ছবিটি দেখুন

আপনি করনা নামে একটি মেনু পাবেন, সেখানে ক্লিক করলে উপরের মত একটি পেজ পাবেন, পেজের একদদ নিচে যে শর্টকোড আছে সেটা খেয়াল করুন।

[corona country="Vietnam" title="Global" style="2" label_confirmed="Confirmed" label_deaths="Deaths" label_recovered="Recovered"]

আপনি যদি গ্লোবাল রিপোর্ট দেখাতে চান তাহলে country এর ফিল্ড টি ফাকা রাখুন। আর কোন দেশের টা দেখাতে চাইলে সেখানে সেই দেশের নাম লিখুন আর title এর ফিল্ডে সেই দেশের নাম লিখুন। এই শর্টকোড টি আপনি যেকোনো পেজ, টিউন এবং উইডজেটে পেস্ট ব্যবহার করতে পারবেন। তারপর আপনি এই রকম রেজাল্ট দেখতে পারবেন

শর্টকোড এ দেখেন style নামের একটি ফিল্ড আছে সেখানে আপনি ১-৫ যেকোনো একটি নাম্বার ব্যবহার করতে পারবেন।

এক একটি নাম্বার এ এক এক রকম ডিজাইন হবে।

ধন্যবাদ এত কষ্ট করে পড়ার জন্য।

Level 3

আমি মোঃ রাশেদ হোসেন। Co-Founder, The Advanced Technologies, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি একজন কম্পিউটার প্রোগ্রামার, প্রোগ্রামিং আমার শখ এবং পেশা। প্রযুক্তি সম্পর্কে জানতে এবং অন্যদের কে জানতে খুব ভালো লাগে। তাছাড়া বিভিন্ন বিষয়ে জানতে এবং জানাতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস